এ বার হোয়াটসঅ্যাপ স্টেটাসে বিজ্ঞাপন দেবে ফেসবুক
সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে সকলেই অভ্যস্ত। কিন্তু এতদিন বিজ্ঞাপনেই ছাড়াই মিলত Whatsapp পরিষেবা। তবে ২০২০ থেকে সিদ্ধান্ত বদলাতে চলেছে কর্তৃপক্ষ।
নিজস্ব প্রতিবেদন: সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে সকলেই অভ্যস্ত। কিন্তু এতদিন বিজ্ঞাপনেই ছাড়াই মিলত Whatsapp পরিষেবা। তবে ২০২০ থেকে সিদ্ধান্ত বদলাতে চলেছে কর্তৃপক্ষ।
২০২০ থেকেই Whatsapp-এর Status-এ বিজ্ঞাপন দেবে Facebook। নেদারল্যান্ডে Annual Facebook Marketing Summit-এ ফেসবুক কর্তৃপক্ষ তাদের এই নতুন সিদ্ধান্তের কথা জানায়। সামিটে উপস্থিত এক বিজ্ঞাপন সংস্থার প্রতিনিধি টুইট করে এই সিদ্ধান্তের কথা জানান।
WhatsApp will bring Stories Ads in its status product in 2020. #FMS19 pic.twitter.com/OI3TWMmfKj
— Olivier Ponteville (@Olivier_Ptv) May 21, 2019
ফেসবুকের আরেক সোশ্যাল অ্যাপ ইনস্টাগ্রামের ক্ষেত্রেও দুটি স্টেটাসের মাঝে থাকে বিজ্ঞাপন। সেই একই পদ্ধতিতে বিজ্ঞাপন দেখা যাবে Whatsapp-এর স্টেটাসেও। বিজ্ঞাপনে ক্লিক করলেই ব্যবহারকারী পৌঁছে যাবে বিজ্ঞাপনপ্রদানকারীর ওয়েবসাইটে।
বিশ্বজুড়ে ১৮০টি দেশে ১৫০ কোটি মানুষ Whatsapp ব্যবহার করে। এই প্রথম নিজেদের মুনাফার দিকটি ভেবে মেসেজিং পরিষেবার সঙ্গে বিজ্ঞাপন জুড়ে দিল Whatsapp।
Whatsapp স্টেটাসে ব্যবহারকারী টেক্সট, ছবি, ভিডিয়ো এবং GIF দিতে পারেন।