এবার হোয়াটস অ্যাপে মেসেজ পাঠান বাংলা এবং উর্দুতেও!

ওয়েব ডেস্ক: হোয়াটস অ্যাপ ব্যবহার করার পর থেকে আপনার জীবনই বদলে গিয়েছে অনেকখানি? আপনার অনেকটা সময়ই কেটে যায় হোয়াটস অ্যাপেই?
তাহলে আপনার জন্য আরও সুখবর।
কী? কারণ, এবার হোয়াটস অ্যাপের মাধ্যমে আপনি বাংলা এবং উর্দুতেও মেসেজ পাঠাতে পারবেন। হ্যাঁ, শুধু ইংরেজির শরণাপন্ন হওয়ার দিন শেষ। আপনি আপনার মনের কথা আপনার প্রিয়জনকে পাঠাতে পারবেন আপনার মনের ভাষা উর্দু এবং বাংলাতেই। এক্ষেত্রে আপনাকে বাংলা বা উর্দু ভাষাতে মেসেজ পাঠানোর আগে শুধু হোয়াটস অ্যাপের ল্যাঙ্গুয়েজ সেটিংসে গিয়ে আপনার পছন্দের বাংলা বা উর্দু ভাষা করে নিতে হবে শুধু। ব্যস, তাহলেই হবে। আপনি, হোয়াটস অ্যাপের মজা নিতে পারবেন, আপনার নিজের ভাষাতেই।

English Title: 
Whtasapp mesegge in bengali and urdu
News Source: 
Home Title: 

এবার হোয়াটস অ্যাপে মেসেজ পাঠান বাংলা এবং উর্দুতেও!

 এবার হোয়াটস অ্যাপে মেসেজ পাঠান বাংলা এবং উর্দুতেও!
Yes
Is Blog?: 
No