জলের দরে চার্জেবল, স্মার্ট টুথ ব্রাশ আনল Xiaomi!
সাধারণ টুথব্রাশের থেকে নতুন ইলেকট্রিক টুথব্রাশে দশ গুণ ভাল দাঁত পরিষ্কার হবে এমনটাই দাবি করেছে বেজিংয়ের সংস্থাটি
নিজস্ব প্রতিবেদন: প্রযুক্তির বাজারে নিজের মুকুটে আরও একটি পালক যোগ করল Xiaomi, স্মা্র্টফোন, ব্যান্ড, স্পিকারের পর এবার বাজারে আনল নতুন ইলেকট্রিক টুথব্রাশ। আজই লঞ্চ হয়েছে Mi Electric Toothbrush T300। সাধারণ টুথব্রাশের থেকে নতুন ইলেকট্রিক টুথব্রাশে দশ গুণ ভাল দাঁত পরিষ্কার হবে এমনটাই দাবি করেছে বেজিংয়ের সংস্থাটি।
Mi Electric Toothbrush T300-এর ফিচার আর দাম:
১) Mi-এর এই টুথব্রাশে রয়েছে একটি ইলেকট্রিক মোটর, প্রতি মিনিটে ৩১,০০০ বার কাঁপতে পারে এই মোটর।
২) Mi Electric Toothbrush T300-তে ডুয়াল-প্রো ব্রাশ মোড ও অটো টাইমার থাকছে। স্ট্যান্ডার্ড ও জেন্টল মোডে দাঁত ব্রাশ করা যাবে। এছাড়াও অটো টাইমার মোড কাজ করবে 'রিমাইন্ডার' হিসাবে, অন্যদিকে ব্রাশ করার কথা মনে করাতে বন্ধ হয়ে যাবে টুথব্রাশ।
৩) এই টুথব্রাশে ব্যবহার করা হয়েছে ম্যাগনেটিক লেভিটেশন সনিক মোটর।
৪) এক চার্জে ২৫ দিন ব্যবহার করা যাবে Mi Electric Toothbrush T300। USB Type-C দিয়ে এই টুথব্রাশ চার্জ করা যাবে। যে কোন 5V চার্জার অথবা পাওয়ার-ব্যাঙ্ক ব্যবহার করে এই টুথব্রাশ চার্জ হবে।
৫) এছাড়াও রয়েছে IPX7 ওয়াটার রেজিস্টান্ট সার্টিফিকেশন।
৬) ব্রাশ করার সময় ৬৫ dB আওয়াজ হবে। শক্ত গ্রিপের জন্য বিশেষ মেটিরিয়ালের ব্যবহার হয়েছে। এই নতুন টুথব্রাশে ব্যাকটেরিয়া দূরে রাখার জন্য বিশেষ ব্রিস্টাল ব্যবহার হয়েছে
৭) Mi Electric Toothbrush T300-এর দাম শুরু হচ্ছে ১,২৯৯ টাকা থেকে।