Apple iPhone X-এর মতো ফেস আনলক ফিচার আসছে Xiaomi Redmi Nore 5 Pro-তে

শাওমির দাবি, আধ সেকেন্ডের মধ্যে মুখাবয়ব চিহ্নিত করতে পারবে এই ফোন। এজন্য বিশেষ প্র‌যুক্তি তৈরি করা হয়েছে বলেও জানানো হয়েছে সংস্থার তরফে। এছাড়া MIUI v9.2.4 NEIMIEK আপডেটে ক্যামেরার বেশ কিছু ছোটখাটো ত্রুটি সংশোধন করা হয়েছে।

Updated By: Feb 23, 2018, 03:07 PM IST
Apple iPhone X-এর মতো ফেস আনলক ফিচার আসছে Xiaomi Redmi Nore 5 Pro-তে

ওয়েব ডেস্ক: অ্যাপেল আইফোন এস্কের মতো ফেস আনলক ফিচার লঞ্চ করল শাওমি। রেডমি ৫ প্রো-তে মিলবে এই ফিচার। সম্প্রতি ফোনটি লঞ্চের সময় একথা জানিয়েছিল শাওমি। সংস্থার তরফে জানানো হয়েছে, নতুন এই ফিচার ‌যোগ করতে ওটিএ আপডেট আনতে চলেছে তারা। ১৩,৯৯৯ টাকা দামের রেডমি ৫ প্রো শাওমির প্রথম ফোন ‌যাতে থাকছে ফেস আনলক ফিচার। 

শাওমির দাবি, আধ সেকেন্ডের মধ্যে মুখাবয়ব চিহ্নিত করতে পারবে এই ফোন। এজন্য বিশেষ প্র‌যুক্তি তৈরি করা হয়েছে বলেও জানানো হয়েছে সংস্থার তরফে। এছাড়া MIUI v9.2.4 NEIMIEK আপডেটে ক্যামেরার বেশ কিছু ছোটখাটো ত্রুটি সংশোধন করা হয়েছে।

 

 

শাওমি রেডমি ৫ প্রো-তে রয়েছে অ্যান্ড্রয়েড নোগাট ভিত্তিক MIUI ইউজার ইন্টারফেস। ফোনটিতে রয়েছে ৫.৯৯ ইঞ্চি FullHD ডিসপ্লে। ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ চিপসেট। ৪ ও ৬ জিবি র‍্যামে মিলছে এই ফোন। দু‍'টি ভেরিয়েন্টে ইনবিল্ট মেমরি থাকছে ‌যথাক্রমে ৩২ ও ৬৪ জিবি। সঙ্গে রয়েছে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা।

ফোনটিতে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। ১২ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করে ডিএসএলআরের মতো ছবি তুলতে পারে ফোনটি। সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাস। সামনে রয়েছে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যাম। সঙ্গে রয়েছে ফ্ল্যাস। এই প্রথম ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা-সহ ফোন লঞ্চ করল শাওমি। 

.