সামনে এল Xiaomi-এর ফোল্ডেবেল স্মার্টফোনের নতুন ডিজাইন!

সম্প্রতি Xiaomi-এর ফোল্ডেবেল স্মার্টফোনের যে ডিজাইন সামনে এসেছিল তার সঙ্গে সংস্থার নতুন ডিজাইনের যথেষ্ট পার্থক্য রয়েছে।

Edited By: সুদীপ দে | Updated By: Dec 12, 2019, 01:49 PM IST
সামনে এল Xiaomi-এর ফোল্ডেবেল স্মার্টফোনের নতুন ডিজাইন!
—প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন: Samsung-এর ফোল্ডেবেল স্মার্টফোনের প্রোটোটাইপ সামনে আসার আগেই Xiaomi-এর ফোল্ডেবেল স্মার্টফোনের ভিডিও টিজার সামনে আসে। এ বার সংস্থার ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন তৈরির প্রক্রিয়া আরও একধাপ এগল। ফোল্ডেবল স্মার্টফোন ডিজাইন পেটেন্ট কিনেছে বেজিংয়ের স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাটি।

সম্প্রতি Xiaomi-এর ফোল্ডেবেল স্মার্টফোনের যে ডিজাইন সামনে এসেছিল তার সঙ্গে সংস্থার নতুন ডিজাইনের যথেষ্ট পার্থক্য রয়েছে। মনে করা হচ্ছে, Moto Razr 2019-এর ডিজাইন থেকে অনুপ্রানিত হয়ে নিজেদের ফোনের ডিজাইনে পরিবর্তন আনা হয়েছে। জানা গিয়েছে, ২০১৮ সালের অগাস্টে নতুন ডিজাইনের স্মার্টফোনের পেটেন্ট ফাইল করেছিল Xiaomi। গত ৬ ডিসেম্বর এই পেটেন্টের স্বীকৃতি পেল সংস্থা।

Xiaomi's foldable smartphone

আরও পড়ুন: লঞ্চ হল Xaiomi-এর প্রথম স্মার্ট স্পিকার আর রাউটার!

নিজেদের ফোল্ডেবেল স্মার্টফোনের নতুন ডিজাইন সম্পর্কে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি বেজিংয়ের স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাটি।

.