OMG! এই স্মার্টফোনে আর হোয়াটস অ্যাপ করতে পারবেন না!

ফেসবুক, হোয়াটস অ্যাপ। সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ টুক টাক খুট খাট চ্যাটিং। কিন্তু এবার হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের জন্য একটা খারাপ খবর। যাঁরা তাঁদের স্মার্টফোনে Symbian OS ব্যবহার করেন, তাঁরা এই বছর ৩১ ডিসেম্বর থেকে সেই ফোনে হোয়াটস অ্যাপ ব্যবহার করতে পারবেন না। Symbian-powered স্মার্টফোনেও ব্যবহার করতে পারবেন না হোয়াটস অ্যাপ।

Updated By: Jul 13, 2016, 01:49 PM IST
OMG! এই স্মার্টফোনে আর হোয়াটস অ্যাপ করতে পারবেন না!

ওয়েব ডেস্ক: ফেসবুক, হোয়াটস অ্যাপ। সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ টুক টাক খুট খাট চ্যাটিং। কিন্তু এবার হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের জন্য একটা খারাপ খবর। যাঁরা তাঁদের স্মার্টফোনে Symbian OS ব্যবহার করেন, তাঁরা এই বছর ৩১ ডিসেম্বর থেকে সেই ফোনে হোয়াটস অ্যাপ ব্যবহার করতে পারবেন না। Symbian-powered স্মার্টফোনেও ব্যবহার করতে পারবেন না হোয়াটস অ্যাপ।

আরও পড়ুন এবার ইন্টারনেট ছাড়াই ব্যবহার করতে পারবেন হোয়াটস অ্যাপ!

এই প্রসঙ্গে জনপ্রিয় মেসেজিং সাইট হোয়াটস অ্যাপ জানিয়েছে যে, “Unfortunately, you won't be able to use WhatsApp after 31/12/2016 because WhatsApp will no longer support your phone.”

তাই হোয়াটস অ্যাপ ব্যবহার করতে হলে এবার এই স্মার্টফোন ছাড়া অন্য কোনও স্মার্টফোন ব্যবহার করুন।

আরও পড়ুন এই অ্যাপগুলি ডাউনলোড করে থাকলে এখনই ডিলিট করুন! নাহলে মারাত্মক বিপদ!

.