ব্রাজিল বিশ্বকাপে নতুন শব্দের জন্ম দিলেন `সুইপার` ম্যানুয়েল নয়ার

সুইপার-কিপার। একটা নতুন শব্দের জন্ম দিলেন আলজেরিয়ার বিরুদ্ধে জার্মানির জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। গোলের পাশাপাশি রক্ষণ সামলালেন অসাধারন দক্ষতায়। আলজেরিয়ার আক্রমণ থামাতে বারবার পোনাল্টি বক্সের বাইরে বেড়িয়ে এলেন। গোলরক্ষক হয়েও যেন সুইপারের ভূমিকায় বেকেনবাওয়ার, লোথার ম্যাথুজকে মনে করালেন নয়ার।

Updated By: Jul 2, 2014, 12:46 PM IST

সুইপার-কিপার। একটা নতুন শব্দের জন্ম দিলেন আলজেরিয়ার বিরুদ্ধে জার্মানির জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। গোলের পাশাপাশি রক্ষণ সামলালেন অসাধারন দক্ষতায়। আলজেরিয়ার আক্রমণ থামাতে বারবার পোনাল্টি বক্সের বাইরে বেড়িয়ে এলেন। গোলরক্ষক হয়েও যেন সুইপারের ভূমিকায় বেকেনবাওয়ার, লোথার ম্যাথুজকে মনে করালেন নয়ার।

এই মুহূর্তে বিশ্বফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক তিনি। পেনাল্টি বক্সের মধ্যে তার দক্ষতা মনে করায় বিশ্বের সেরা গোলকিপারদের। আলজেরিয়ার বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালে জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়ার পারফরমেন্সের নিরিখে স্থান পেলেন কিংবদন্তী জার্মান ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, লোথ্যার ম্যাথুদের পাশে। সোমবার পর্তো আলেগ্রেতে আলজেরিয়ার আক্রমণ থামাতে ডিফেন্ডারের ভূমিকায়ও দেখা গেল জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নয়ারকে। আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচের পর সুইপার-কিপার বলা হচ্ছে জার্মানির গোলরক্ষককে।

শেষ ষোলোর ম্যাচে স্লিমানিদের আক্রমণ সামলাতে একটা সময় দিশেহারা হয়ে গিয়েছিল জার্মান রক্ষণ। বোয়েতাং, মার্টেসাকারদের শক্তি ও গতি দিয়ে টেক্কা দিচ্ছিল আলজেরিয়া। কাউন্টার অ্যাটাকে বারবার জোয়াকিম লোয়ের দলকে চাপে ফেলছিল আফ্রিকার দলটি। সেই সময় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন গোলরক্ষক নয়ার। বিপক্ষকে সামলাতে কখনও বক্সের বাইয়ে এসে ট্যাকেল করলেন। কখনও আবার হেড দিয়ে বল ক্লিয়ার করলেন। গোলের নিচে দাঁড়িয়ে যতবার দলকে বাঁচিয়েছেন, পেনাল্টি বক্সের বাইরে বেড়িয়েও ততবারই দলকে বাঁচালেন। পরিসংখ্যান বলছে একশো কুড়ি মিনিটে মোট একুশবার পেনাল্টি বক্সের বাইরে বেড়িয়ে দলকে বিপদের হাত থেকে বাঁচিয়েছেন নয়ার। নড়বড়ে রক্ষণকে সামলাতে অতীতেও বারবার ঝুঁকি নিয়ে খেলতে দেখা গেছে এই গোলরক্ষককে। ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, লোথ্যার ম্যাথুজরা কিংবদন্তী ফুটবলার হিসেবে পরিচিত। সোমবার রাতে যেন গোলরক্ষক হয়েও তাদের মনে করালেন নয়ার।

.