চার বছর আগের বিশ্বকাপ ফাইনালের রিপিট টেলিকাস্ট আজ, গ্রুপ লিগের ম্যাচে ডাচদের মুখোমুখি স্পেন

বিশ্বচ্যাম্পিয়ন স্পেন বনাম নেদারল্যান্ডস। চার বছর আগে বিশ্বকাপের ফাইনালে দেল বস্কের দলের কাছে হারতে হয়েছিল ডাচদের। ব্রাজিলে সেই হারের বদলা নেওযার সুযোগ লুই ভ্যান গলের দলের সামনে। বিশ্বকাপের দ্বিতীয় দিনেই মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। চার বছর আগে যাদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্প্যানিশ আর্মাডা, প্রথম ম্যাচে সেই নেদারল্যান্ডসের মুখোমুখি ডেল বস্কের দল। এল সালভাডোরের এরিনা ফন্টে নোভা স্টেডিয়ামে রি ম্যাচের আগে প্রস্তুত লা রোজা বাহিনী। দুটি প্রস্তুতি ম্যাচে জয় পেয়ে ছন্দে জাভি, ইনিয়েস্তারা। তিকিতাকার ঝড় ফুটবলের মক্কায় আছড়ে পড়বে কিনা তার প্রথম পরীক্ষা কমলা ব্রিগেডের বিরুদ্ধে। তবে প্রথম একাদশ গড়ার বিষয় কিছুটা দ্বিধায় রয়েছেন স্প্যানিশ কোচ। অতি দ্রুত ফিট হয়ে ওঠায় শুরু থেকে খেলতে পারেন দিয়েগো কোস্তা। আর কোস্তা না পারলে ফলস নাইন স্ট্রাটেজিতে ফ্যাব্রিগাসকে দিয়ে শুরু করতে পারেন দেল বস্ক। বাকি দলে বড় কোনও বদলের সম্ভাবনা কম। জেরার্ড পিকের অফ ফর্মের কারণে তৈরি রাখা হচ্ছে জাভি মার্টিনেজকে। জভি, ইনিয়েস্তা, বুসকেটস, ডেভিড সিলভাদের নিয়ে গড়া স্প্যানিশ মাঝমাঠ বিশ্বের অন্যতম সেরা। অন্যদিকে পাঁচ-তিন-দুই ছকে স্পেন বধের লক্ষ্যে নামছে ডাচ বাহিনী।

Updated By: Jun 13, 2014, 06:35 PM IST

বিশ্বচ্যাম্পিয়ন স্পেন বনাম নেদারল্যান্ডস। চার বছর আগে বিশ্বকাপের ফাইনালে দেল বস্কের দলের কাছে হারতে হয়েছিল ডাচদের। ব্রাজিলে সেই হারের বদলা নেওযার সুযোগ লুই ভ্যান গলের দলের সামনে। বিশ্বকাপের দ্বিতীয় দিনেই মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। চার বছর আগে যাদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্প্যানিশ আর্মাডা, প্রথম ম্যাচে সেই নেদারল্যান্ডসের মুখোমুখি ডেল বস্কের দল। এল সালভাডোরের এরিনা ফন্টে নোভা স্টেডিয়ামে রি ম্যাচের আগে প্রস্তুত লা রোজা বাহিনী। দুটি প্রস্তুতি ম্যাচে জয় পেয়ে ছন্দে জাভি, ইনিয়েস্তারা। তিকিতাকার ঝড় ফুটবলের মক্কায় আছড়ে পড়বে কিনা তার প্রথম পরীক্ষা কমলা ব্রিগেডের বিরুদ্ধে। তবে প্রথম একাদশ গড়ার বিষয় কিছুটা দ্বিধায় রয়েছেন স্প্যানিশ কোচ। অতি দ্রুত ফিট হয়ে ওঠায় শুরু থেকে খেলতে পারেন দিয়েগো কোস্তা। আর কোস্তা না পারলে ফলস নাইন স্ট্রাটেজিতে ফ্যাব্রিগাসকে দিয়ে শুরু করতে পারেন দেল বস্ক। বাকি দলে বড় কোনও বদলের সম্ভাবনা কম। জেরার্ড পিকের অফ ফর্মের কারণে তৈরি রাখা হচ্ছে জাভি মার্টিনেজকে। জভি, ইনিয়েস্তা, বুসকেটস, ডেভিড সিলভাদের নিয়ে গড়া স্প্যানিশ মাঝমাঠ বিশ্বের অন্যতম সেরা। অন্যদিকে পাঁচ-তিন-দুই ছকে স্পেন বধের লক্ষ্যে নামছে ডাচ বাহিনী।

এর আগে বিশ্বকাপে মোট দশবার মুখোমুখি হয়েছে স্পেন ও নেদারল্যান্ডস। যার মধ্যে পাঁচটি ম্যাচ জিতেছে স্পেন ও চারটি ম্যাচ জিতেছে ডাচ বাহিনী। একটি ম্যাচ অমিমাংসিতভাবে শেষ হয়। পরিসংখ্যানের দিক দিয়ে কিছুটা এগিয়ে স্প্যানিশরা।

গতবারের তুলনায় এবার নেদারল্যান্ডস রক্ষণে অনেক নতুন মুখ। স্পেনের পাসিং ফুটবল আটকাতে রক্ষণ জমাট রাখার ভাবনায় লুই ভ্যান গাল। রক্ষণ কিছুটা নড়বড়ে হলেও দলের মাঝমাঠ ও ফরওয়ার্ড লাইন ভরসা দিচ্ছে ডাচ কোচকে। স্নাইডার, ডি জং, রবেন, ভ্যান পার্সিরা ভয়ঙ্কর হয়ে উঠতেই পারেন। তাই হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

.