Lightning: পদ্মাপারের টিনের ঘরে আশ্রয় নিয়েও শেষরক্ষা হল না; বজ্রাঘাতে মৃত্যু ১৬ বরযাত্রীর

আরও চারজন আহত। চিকিৎসা চলছে।

Updated By: Aug 5, 2021, 04:10 PM IST
 Lightning: পদ্মাপারের টিনের ঘরে আশ্রয় নিয়েও শেষরক্ষা হল না; বজ্রাঘাতে মৃত্যু ১৬ বরযাত্রীর

নিজস্ব প্রতিবেদন: আকাশে ঘনঘোর মেঘ। দেখতে দেখতে প্রবল বৃষ্টিও। বৃষ্টির হাত থেকে বাঁচতে তড়িঘড়ি নদীপারের এক টিনের ঘরেই আশ্রয় নেন বরযাত্রীর দল। কিন্তু শেষ রক্ষা হল না। ওই টিনের ঘরেই পড়ল বাজ। মুহূর্তে মৃত্যু বরযাত্রীদের। পুলিশ এসে দেহ উদ্ধার করেছে। কয়েকজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বাংলাদেশে। বাংলাদেশের (Bangladesh) চাঁপাইনবাবগঞ্জ (Chapainawabganj) জেলার শিবগঞ্জে পদ্মানদীর (Padma river) তেল্লিখারি ফেরি ঘাটের এই ঘটনায় ১৬ জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে ১২ জন বিয়েবাড়ির, ৪ জন পড়শি। 

আরও পড়ুন: Afghanistan: কাবুলে তালিবানি হামলা, মন্ত্রীর বাড়ির সামনে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ, নিহত ৮

নারায়ণপুর ইউনিয়নের জনতারহাট গ্রামের শরিফুল ইসলামের ছেলে চার দিন আগে বিয়ে করেন পাশের ইউনিয়ন শিবগঞ্জের পাঁকা গ্রামে। নববিবাহিত বর-কনেকে আনতেই বরযাত্রীরা নৌকা করে শিবগঞ্জে যান। নৌকা শিবগঞ্জ ঘাটে ভিড়লেই নামে তুমুল বৃষ্টি। ঘাটের কাছেই ছিল টিনের ঘর (tin shed)। সেই ঘরেই ঢোকেন সকলে। কিন্তু শেষ রক্ষা হল না। হঠাৎই বাজ পড়ল সেই ঘরে। মারা গেলেন বরের বাবা, দাদা, দিদি-সহ আরও অনেকে। এ ছাড়া মৃতদের মধ্যে চার জন পড়শি।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে তারা ঘটনাস্থলে চলে আসেন। হতাহতদের উদ্ধারকাজ শুরু হয়। পরে আসে দমকলও। বাজ পড়ে জখম হওয়া ৪ জনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এঁদের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Taliban Attack: ভারতের তৈরি সালমা বাঁধেই তালিবান হামলা রুখে দিল আফগান সেনা

.