নিরাপত্তাবাহিনীর সংঘর্ষে খতম ২৫৮ জঙ্গি, দাবি আফগান প্রতিরক্ষা মন্ত্রকের

মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হতেই হিংসাত্বক ঘটনা বাড়ছে 'কাবুলিওয়ালার দেশে'।

Updated By: Jul 1, 2021, 03:30 PM IST
নিরাপত্তাবাহিনীর সংঘর্ষে খতম ২৫৮ জঙ্গি, দাবি আফগান প্রতিরক্ষা মন্ত্রকের

নিজস্ব প্রতিবেদন: প্রায় দু'দশকের 'সন্ত্রাস বিরোধী' লড়াইয়ে ইতি। আফগানিস্থান থেকে যখন সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা, তখন সেদেশের ১৩টি প্রদেশের তালিবান জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ অব্য়াহত।  আফগান প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, গত ২৪ ঘণ্টায় খতম হয়েছে ২৫৮ জন জঙ্গি। যদিও এই দাবি খারিজ করে দিয়েছে তালিবান।

আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রকের বিবৃতি, গত ২৪ ঘণ্টায় নানগারহার, লাঘমান, পাকতিয়া, জাবুল, হেরাট, ফারহা, ঘোরের মতো প্রদেশগুলিতে ২৫৮ জন জঙ্গিকে খতম করেছে নিরাপত্তাবাহিনী। হেলমন্দ প্রদেশের একটি জেলাও এখন নিরাপত্তাবাহিনীর দখলে। 

আরও পড়ুন: ভারতের অনুমোদিত ভ্যাকসিন নিয়ে বড় সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের! ছাড়পত্র দিল কোন দেশ?

প্রসঙ্গত, মার্কিন সেনা ও যৌথ বাহিনীর প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হতেই হিংসাত্বক ঘটনা বাড়ছে আফগানিস্তানে। বৃহস্পতিবার আফগান সংসদীয় কমিটি জানিয়েছেন, মাত্র একদিনে দেশের কমপক্ষে ২০০ টি জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত দু'মাসে ২০টি জেলার দখল নিয়েছে তালিবান। পরিস্থিতি এমনই যে, সেদেশে কর্মরত ভারতীয় নাগরিকদের জন্য অপহরণের সতর্কবার্তা জারি করেছে নয়াদিল্লি।

আরও পড়ুন: বিয়েবাড়িতে অঘটন! রান্না করতে গিয়ে ফুটন্ত স্যুপে পড়ে মৃত্যু রাঁধুনীর

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.