কয়লা খনিতে বিস্ফোরণ, চিনে হত ২৮

মধ্য চিনের হুনান প্রদেশে একটি কয়লা খনিতে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ প্রাণ হারিয়েছেন ২৮ জন। রবিবার সকালে হেঙ্গিয়াং শহরে একটি সরকারি কয়লা খনিতে এই ঘটনাটি ঘটে।

Updated By: Oct 30, 2011, 03:54 PM IST

মধ্য চিনের হুনান প্রদেশে একটি কয়লা খনিতে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ প্রাণ হারিয়েছেন ২৮ জন। রবিবার সকালে হেঙ্গিয়াং শহরে একটি সরকারি কয়লা খনিতে এই ঘটনাটি ঘটে। সেই সময় খনি গর্ভে ৩৫ জন ছিলেন। ছ`জনকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সরকারি সংবাদ সংস্থা জিংহুয়া জানাচ্ছে, একজন কর্মী এখনও খনিতে আটক। দুর্ঘটনার খবর পেয়েই খনি চত্বরে ভিড় করেন আহত ও নিহতদের পরিবারের লোকজন। গত তিন দিনে চিনে এটি দ্বিতীয় খনি দুর্ঘটনা। গত ২৭ অক্টোবর হেনান প্রদেশে খনি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৭ জনের। ১১ জন নিখোঁজ ছিলেন। পরে খনিগর্ভ থেকে আরও দু`জনের দেহ উদ্ধার হয়।

.