Bangladesh: ২১ থেকে বেড়ে ২৪, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে শপথ আরও ৩ জনের..
Bangladesh: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি শপথ নেন ৪ অগাস্ট। এরপর দফায় দফায় শপথ নেন বাকি ২০ জন উপদেষ্টা।
সেলিম রেজা ও মোহাম্মদ আলী সুমন, ঢাকা: সংখ্যা বেড়ে হল ২৪। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন আরও ৩ জন। তবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা জানা যায়নি এখনও।
গত ৫ আগস্ট বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছাড়েন। এরপর বিলুপ্ত করা হয় বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ। গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি শপথ নেন ৪ অগাস্ট। এরপর দফায় দফায় শপথ নেন বাকি ২০ জন উপদেষ্টা।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে ইউনূসের সঙ্গেই শপথ নিয়েছিলেন আরও ১৪ জন। এরপর ১১ আগস্ট শপথ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। ১৩ আগস্ট আর এক উপদেষ্টা ফারুক-ই-আজম, আর ১৬ আগস্ট আরও চার উপদেষ্টা শপথ নেন। আজ, রবিবার উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)