করাচির বাসে হামলা তেহরিকই তালিবানের, হত ৪৭

জঙ্গিহানায় ফের রক্তাক্ত হল করাচি। বুধবার সকালে করাচির সফুরা চকের কাছে দিনেদুপুরে যাত্রীবাহী বাসে হামলা চালাল আট আততায়ী। তাদের এলোপাথাড়ি গুলিতে নিহত কমপক্ষে ৪৭জনের। নিহতদের মধ্যে ১৬ জন মহিলা। করাচি পুলিস জানাচ্ছে বাসটি ধর্মীয় সংগঠনের। আজ সকালে গুলিস্তান-এ-জহর এলাকার সফুরা চৌরঙ্গীতে আততাতীরা তিনটি বাইকে এসে বাসটির পথ আটকায়।

Updated By: May 13, 2015, 02:28 PM IST
করাচির বাসে হামলা তেহরিকই তালিবানের, হত ৪৭

ওয়েব ডেস্ক: জঙ্গিহানায় ফের রক্তাক্ত হল করাচি। বুধবার সকালে করাচির সফুরা চকের কাছে দিনেদুপুরে যাত্রীবাহী বাসে হামলা চালাল আট আততায়ী। তাদের এলোপাথাড়ি গুলিতে নিহত কমপক্ষে ৪৭জনের। নিহতদের মধ্যে ১৬ জন মহিলা। করাচি পুলিস জানাচ্ছে বাসটি ধর্মীয় সংগঠনের। আজ সকালে গুলিস্তান-এ-জহর এলাকার সফুরা চৌরঙ্গীতে আততাতীরা তিনটি বাইকে এসে বাসটির পথ আটকায়।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, মোটরসাইকেলে করে এসে ছয় বন্দুকধারীরা বাসে এলোপাতাড়ি গুলি চালায়।

তারপর যাত্রীদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে পালায় তারা। তেহরিক-এ-তালিবান গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। করাচির জঙ্গিহানার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের মানুষের পাশে ভারত আছে বলে জানিয়েছেন তিনি।

গতবছর শেষ দিকে পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। ওই জঙ্গি হামলায় ১৪১ জন নিহত হয়, যাদের ১৩২ জনই স্কুলটির ছাত্র।

.