ট্রাকে রহস্যমৃত্যু ৪৬ শরণার্থীর, শরীর শুকিয়ে কাঠ!

১৯৯০-এর দশকের শুরুর দিকে সান দিয়েগো, এল পাসো এবং টেক্সাসের মার্কিন সীমান্তে বড় রিগগুলি মানবপাচারের পদ্ধতি হিসাবে দেখা দেয়। সেই সময় অবৈধ ক্রসিংয়ের জন্য গুরুত্বপূর্ণ করিডোর ছিল এই অঞ্চলগুলি।  

Updated By: Jun 28, 2022, 10:37 AM IST
ট্রাকে রহস্যমৃত্যু ৪৬ শরণার্থীর, শরীর শুকিয়ে কাঠ!

নিজস্ব প্রতিবেদন: সোমবার দক্ষিণ-পশ্চিম সান আন্তোনিওর একটি প্রত্যন্ত রাস্তায় সন্দেহভাজন অভিবাসী সম্বলিত একটি ট্রাক্টর-ট্রেলার রিগ পাওয়া যায়। সেখানে ৪৬ জনকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে এবং ১৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

পুলিস প্রধান উইলিয়াম ম্যাকম্যানাস জানিয়েছেন, সোমবার সন্ধ্যা ৬টার আগে ঘটনাস্থলে থাকা একজন কর্মীকে চিৎকার করে সাহায্যের আবেদন জানানো হয়। অফিসাররা ট্রেলারের বাইরে মাটিতে একটি মৃতদেহ পরে থাকতে দেখেন এবং ট্রেলারের দরজা আংশিক খোলা অবস্থায় দেখতে পান বলে জানানো হয়।

ফায়ার চিফ চার্লস হুড জানিয়েছেন, তাপমাত্রা জনিত কারনে অসুস্থ হয়েছে সকলে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ১৬ জনকে এর মধ্যে ১২ জন প্রাপ্তবয়স্ক এবং চারজন শিশু। রোগীরা শরীর গরম হয়ে যায় এবং ডিহাইড্রেটেড হয়ে যায়। অথচ ট্রেলারে কোনও জল পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

এই ঘটনায় তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। যদিও তাদের সঙ্গে মানবপাচারের যোগ রয়েছে কিনা সেই সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলেও জানিয়েছেন ম্যাকম্যানাস।

ম্যাকম্যানাস আরও জানিয়েছেন ট্রেলারে যাদেরকে পাওয়া গিয়েছে তারা অভিবাসী এবং তাদেরকে লুকিয়ে আমেরিকায় নিয়ে আসা হচ্ছিল বলে মনে করা হচ্ছে।

সাম্প্রতিক দশকে মেক্সিকো থেকে মার্কিন সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে মারা যাওয়া হাজার হাজার মানুষের মধ্যে এটি সবচেয়ে বড় ট্র্যাজেডি হতে চলেছে বলে মনে করা হচ্ছে। ২০১৭ সালে সান আন্তোনিওর একটি ওয়ালমার্টে পার্ক করা একটি ট্রাকের ভিতরে আটকে দশজন অভিবাসী মারা যায়। ২০০৩ সালে, সান আন্তোনিওর দক্ষিণ-পূর্বে ১৯ জন অভিবাসীকে একটি ট্রাকে পাওয়া গিয়েছিল।

১৯৯০-এর দশকের শুরুর দিকে সান দিয়েগো, এল পাসো এবং টেক্সাসের মার্কিন সীমান্তে বড় রিগগুলি বহুল ব্যবহৃত মানবপাচারের পদ্ধতি হিসাবে দেখা দেয়। সেই সময় অবৈধ ক্রসিংয়ের জন্য গুরুত্বপূর্ণ করিডোর ছিল এই অঞ্চলগুলি।  

আরও পড়ুন: Russia-Ukraine War: ইউক্রেনের জনবহুল শপিং মলে রুশ মিসাইল হানা, বহু হতাহতের আশঙ্কা

মানবপাচারের ক্ষেত্রে তাপমাত্রা গুরুতর বিপদ সৃষ্টি করে। এই অঞ্চলে যানবাহনের ভিতরে তাপমাত্রা মারাত্মকভাবে বৃদ্ধি পেতে পারে। সান আন্তোনিও এলাকার আবহাওয়া সোমবার মেঘলা হলেও, তাপমাত্রা ১০০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যায়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.