দু`জোড়া বিস্ফোরণে সিরিয়ায় হত ৪৮

ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পো।

Updated By: Oct 3, 2012, 09:09 PM IST

ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পো। ঘটনায় অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। আহত শতাধিক।
বুধবার আলেপ্পোর জনবহুল এলাকা সিদাল্লাহ আল-জাবরি স্কোয়ারের কাছে একটি মিলিটারি ক্লাবের পাশে পরপর ৩টি জোরালে বিস্ফোরণের শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গেই এলাকার বহু বাড়ি ধ্বসে পড়ে। ধ্বংসস্তুপের মধ্যে আটকে রয়েছেন বহু মানুষ। উদ্ধারকাজ চলছে। চতুর্থ বিস্ফোরণটি হয় সিরিয়ার চেম্বার অফ কমার্সের কাছে। আলেপ্পোর এক সমাজকর্মী মহম্মদ সইদের বয়ান অনুযায়ী, বিস্ফোরণের পর আততায়ীরা ক্রমাগত গুলিবর্ষণও করে।
সিরিয়ার সরকারি টেলিভিশনে সম্প্রচারিত খবরের সূত্র অনুযায়ী এই বিস্ফোরণের পিছনে সেদেশের রাষ্ট্রপতি বাশার আল আসাদের বিরোধী গোষ্ঠীর হাত রয়েছে বলে অনুমান করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত তারা ঘটনার দায় স্বীকার করেছে বলে জানা যায়নি। ব্রিটেনের সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের খবর অনুযায়ী, গুলিবর্ষণের আগে আততায়ীদের সঙ্গে চেম্বার অফ কমার্সের রক্ষীদের সংঘর্ষের কথাও শোনা যাচ্ছে।

.