পাঁচ বছরের ছেলে চিড়িয়াখানায় গোরিলার খাঁচায় পড়ে গেল!
একটি পাঁচ বছরের ছেলে বাবা-মায়ের হাত ধরে গিয়েছিলো চিড়িয়াখানায়। বেশ খানিকক্ষণ ধরে অনেক পশু-পাখি দেখেছে সে। এরপর ছেলেটি আসে গোরিলার ঘেরা জায়গার সামনে। সেখানে উপর থেকে ঝুঁকে নিচে তাকিয়ে গোরিলা দেখছিল সবাই। পাঁচ বছেরের ছেলটি আর নিজের ভারসাম্য ঠিক রাখতে পারেনি। তাই পড়ে গিয়েছিল গোরিলার খাঁচার মধ্যে। তারপর একটা বিশাল গোরিলা আর একটা খুদে গোরিলার মধ্যে থেকেও বেঁচে ফিরল ছেলেটি! না, গোরিলাটি ছেলেটাকে উল্টেপাল্টে দেখলো বটে। তবে, তাকে বিন্দুমাত্র আক্রমণ করেনি। ছেলেকে এরপরেও বুকে পেয়ে খুব খুশি তার বাবা-মাও। সত্যিই তো। এ যে নতুন জীবন। সেটাও কিনা দান করল এক গোরিলা!
ওয়েব ডেস্ক: একটি পাঁচ বছরের ছেলে বাবা-মায়ের হাত ধরে গিয়েছিলো চিড়িয়াখানায়। বেশ খানিকক্ষণ ধরে অনেক পশু-পাখি দেখেছে সে। এরপর ছেলেটি আসে গোরিলার ঘেরা জায়গার সামনে। সেখানে উপর থেকে ঝুঁকে নিচে তাকিয়ে গোরিলা দেখছিল সবাই। পাঁচ বছেরের ছেলটি আর নিজের ভারসাম্য ঠিক রাখতে পারেনি। তাই পড়ে গিয়েছিল গোরিলার খাঁচার মধ্যে। তারপর একটা বিশাল গোরিলা আর একটা খুদে গোরিলার মধ্যে থেকেও বেঁচে ফিরল ছেলেটি! না, গোরিলাটি ছেলেটাকে উল্টেপাল্টে দেখলো বটে। তবে, তাকে বিন্দুমাত্র আক্রমণ করেনি। ছেলেকে এরপরেও বুকে পেয়ে খুব খুশি তার বাবা-মাও। সত্যিই তো। এ যে নতুন জীবন। সেটাও কিনা দান করল এক গোরিলা!