কাজাখস্থানে বাসে ভয়াবহ আগুন, মৃত ৫২
কাজাখস্থানের অভ্যন্তরীণ মন্ত্রকের আপদকালীন কমিটি থেকে জানানো হয়েছে, ওই দুর্ঘটনায় মৃত সবাই স্থানীয় বাসিন্দা। বাসটিতে শর্ট সার্কিটের কারণে আগুন ধরে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিসের।
সংবাদ সংস্থা: কাজাখস্থানে বাস অগ্নিকাণ্ডে মৃত্যু হল অন্তত ৫২ জনের। ৫ জন গুরুতর আহত হয়েছন। রুশ সংবাদমাধ্যম সূত্রে খবর, পশ্চিম কাজাখস্তানের আকতোবে এলাকার জাতীয় সড়কে হঠাত্ই আগুন ধরে যায় একটি চলন্ত বাসে। দ্রুত সেই আগুন ভয়াবহ চেহারা নেয়। দুই বাস চালক-সহ ৫ জন কোনওক্রমে পালিয়ে রেহাই পান। সূত্রে খবর, বাসের ৫২ জন যাত্রী দগ্ধ হন।
আরও পড়ুন- রাস্তার ওপারে যন্ত্রনায় কাতরাচ্ছে প্রিয়জন, সারা রাত এপারে দাঁড়িয়ে রইল পরিবার
কাজাখস্থানের অভ্যন্তরীণ মন্ত্রকের আপদকালীন কমিটি থেকে জানানো হয়েছে, ওই দুর্ঘটনায় মৃত সবাই স্থানীয় বাসিন্দা। বাসটিতে শর্ট সার্কিটের কারণে আগুন ধরে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিসের। পুলিস জানাচ্ছে, ওই বাসে অতিরিক্ত যাত্রী থাকায় দুর্ঘটনা আরও ভয়াবহ হয়ে ওঠে। এর পিছনে কোনও অন্তর্ঘাত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিস।
আরও পড়ুন- ৮ জোড়া প্যান্ট, ১০টি জামা পড়ে বিমানবন্দরে হাজির যুবক
আরও পড়ুন- বাংলাদেশে কালী মন্দিরে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙা হল মূর্তি