Indonesia: তেলের ডিপোয় আগুন লেগে কমপক্ষে ১৭ জনের মৃত্যু, আহত ৫০...
Fire Broke Out at Fuel Depot Indonesia: ইন্দোনেশিয়ার জাকার্তায় সরকারি জ্বালানি কোম্পানি 'পারটামিনা'র এক তেলের ডিপোয় আগুন লাগে। এর জেরে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়, আহত ৫০ জন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইন্দোনেশিয়ার জাকার্তায় রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি 'পারটামিনা' পরিচালিত এক তেলের ডিপোয় আগুন লেগে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। আহত ৫০ জন। শুক্রবার এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। জাকার্তার ফায়ার সার্ভিস দলের তরফে এ কথা জানানো হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত আটটার পরে তেল সংরক্ষণাগারটিতে আগুন লাগে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের বাসিন্দাদের মধ্যেও। আশপাশের কিছু ঘরবাড়ি পুড়ে গিয়েছে। 'পারটামিনা'র এক মুখপাত্র বলেন, রাত সাড়ে ১০টার দিকে এই আগুন নেভানো সম্ভব হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা রহমত ক্রিসতান্তো বলেন, আগুন লাগার এই ঘটনায় নিহত হয়েছে দুই শিশুও। আরও এক শিশু আহত। তেল সংরক্ষণাগারটির তেল ধারণক্ষমতা তিন লাখ কিলো লিটারেরও বেশি।
আরও পড়ুন: Joe Biden's Skin Cancer: ক্যানসার আক্রান্ত জো বাইডেন! মার্কিন প্রেসিডেন্টের রোগ কি নিরাময়যোগ্য?
জাকার্তার ভারপ্রাপ্ত গভর্নর হেরু বুদি হারতোনো সাংবাদিকদের বলেছেন, আহত ব্যক্তিদের বেশির ভাগই বিশ্রী ভাবে পুড়ে গিয়েছেন। তবে সরকারি খরচেই তাঁদের চিকিৎসা হবে। আগুন লাগার ঠিক পরেই বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। জাকার্তার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলেছে, স্থানীয় বাসিন্দাদের আশপাশের মসজিদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
জাকার্তার প্রধান অগ্নিনির্বাপণ কেন্দ্র বলছে, আগুনের মাত্রা খুব তীব্র ছিল। তাদের ৫১টি ইউনিটকে নর্থ জাকার্তার প্লামপাং এলাকায় পাঠানো হয়েছিল।
পারটামিনার তরফে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, কী কারণে আগুন লেগেছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। তবে জাকার্তা এলাকায় এমনিতে জ্বালানি সরবরাহব্যবস্থা নিরাপদই রয়েছে। অন্যান্য টার্মিনাল থেকে সেখানে জ্বালানি সরবরাহের কথা ভাবা হচ্ছে।