বিশ্বের সবচেয়ে দীর্ঘকায় মানুষের বিয়ে, সবচেয়ে লম্বা কুকুরের মৃত্যু
দুটো আলাদা জাতি। কিন্তু দুটোতে একটা মিল ছিল। দীর্ঘতমের বিচারে এরা দুজাতির শ্রেষ্ঠ। বিশ্বের সবচেয়ে দীর্ঘকায় মানুষ নতুন জীবন শুরু করলেন। আর বিশ্বের সবচেয়ে লম্বা কুকুর মারা গেল।
দুটো আলাদা জাতি। কিন্তু দুটোতে একটা মিল ছিল। দীর্ঘতমের বিচারে এরা দুজাতির শ্রেষ্ঠ। বিশ্বের সবচেয়ে দীর্ঘকায় মানুষ নতুন জীবন শুরু করলেন। আর বিশ্বের সবচেয়ে লম্বা কুকুর মারা গেল।
বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ তুর্কির সুলতান কোসেন বিয়ে করলেন তাঁর প্রেমিকা মার্ভে ডিভাকে। তুর্কির বিবাহ প্রথা মেনে ঘটা করে বিয়ে করলেন ৮ ফুট ৩ ইঞ্চির সুলতান। দীর্ঘকায় মানুষের বিয়ের অনুষ্ঠানও বেশ দীর্ঘই হল। বিয়ের পর হাসতে হাসতে সুলতান বললেন, এতদিনে মনে হচ্ছে আকাশ ছুঁলাম। আর পাত্রী ডিবা তো মজা করে বলছেন, এত দীর্ঘ প্রেম কেউ করেনি।
পৃথিবীর সবচেয়ে লম্বা পা এবং সবচেয়ে লম্বা প্রসারিত হাত এর মালিক ও সুলতান। সুলতান এর তিন ভাই, এক বোন ও তার বাবা মা মিলিয়ে মোট সাতজন। পরিবারের অন্য সবাই স্বাভাবিক উচ্চতার। এখন সেই পরিবারে যোগ হল আরও একজন।
মানবজাতির দীর্ঘকায় যখন নতুন জীবন শুরু করছেন, তখন কুকুর জাতির লম্বা প্রাণীটা প্রাণ হারাল। জায়েন্ট জর্জ নামের সেই কুকুরটা মারা গেল সাত বছর বয়সে। রিজোনার নিজের মালিকের বাড়িতে জর্জ মারা যায়। আর এক মাস পরেই আট বছরের জর্জের জন্মদিন পালন করার কথা ছিল। জর্জের উচ্চতা ছিল ৭ ফুট ৩ ইঞ্চি। ওজন ২৪৫ পাউন্ড। বিশাল আকৃতির জন্য ২০১০ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জর্জ এর নাম ওঠে।