কলম্বিয়ায় ভেঙে পড়ল সেতু, মৃত ১০

ভিলাভিসেনসিও শহর সঙ্গে কলম্বিয়ার রাজধানী বাগোতাকে যুক্ত করবে এই সেতুটি। সেতু ভেঙে যাওয়ার কারণ খতিয়ে দেখছে প্রশাসন বলে সূত্রে খবর। মাত্র ২০ মিটার সেতু তৈরির কাজ বাকি ছিল বলে জানাচ্ছে স্থানীয় সংবাদমাধ্যম।

Updated By: Jan 16, 2018, 01:04 PM IST
কলম্বিয়ায় ভেঙে পড়ল সেতু, মৃত ১০
ছবি- রয়টার্স

সংবাদ সংস্থা: মধ্য কলম্বিয়ায় এক নির্মীয়মাণ সেতু ভেঙে মৃত্যু হল অন্তত ১০ জনের। সাংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় ৪ জনের অবস্থা আশঙ্কাজন এবং ২ জন নিখোঁজ বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- শীতে কেঁপে বন্ধুদের উষ্ণতা দিলেন চিনা পড়ুয়া

সেদেশের সিভিল ডিফেন্সের ডিরেক্টর জর্জ দিয়াজ জানিয়েছেন, দুর্ঘটনার সময় ওই নির্মীয়মাণ সেতুতে ২০ জন শ্রমিক কাজ করছিলেন। হঠাত্ই ভেঙে পড়ে সেতুটি। প্রায় ২৮০ মিটার উঁচু থেকে পড়ে যান ওই শ্রমিকরা। দিয়াজ জানান, ১০ জন মৃতের মধ্য ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পর একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন- গাড়ি শূন্য উড়ে গিয়ে সজোরে ধাক্কা মারল দোতলার দেওয়ালে!

ভিলাভিসেনসিও শহর সঙ্গে কলম্বিয়ার রাজধানী বাগোতাকে যুক্ত করবে এই সেতুটি। সেতু ভেঙে যাওয়ার কারণ খতিয়ে দেখছে প্রশাসন বলে সূত্রে খবর। মাত্র ২০ মিটার সেতু তৈরির কাজ বাকি ছিল বলে জানাচ্ছে স্থানীয় সংবাদমাধ্যম। তখনই ঘটল মারাত্মক দুর্ঘটনা।

আরও পড়ুন- জাপানি 'যৌন শিক্ষিকা'র বিয়ের খবর শুনেই মন ভেঙেছে চিনের

.