Afghanistan: তালিবানের সঙ্গে যোগাযোগ শুরু করেছে ভারত? স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী

বিষয়টি এখনও প্রাথমিকস্তরে, বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)।

Updated By: Aug 19, 2021, 08:09 PM IST
Afghanistan: তালিবানের সঙ্গে যোগাযোগ শুরু করেছে ভারত? স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: ভারতের সঙ্গে কাজ করার বার্তা দিয়েছে তালিবান। তাদের সঙ্গে কি যোগাযোগ রাখছে নয়াদিল্লি? তার উত্তরে সরাসরি 'হ্যাঁ' বা 'না' বলতে চাইলেন না বিদেশমন্ত্রী জয়শঙ্কর। তাঁর কথায়,'বিষয়টি এখনও প্রাথমিকস্তরে।'

আফগানিস্তান নিয়ে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের আপৎকালীন বৈঠকে যোগ দিতে নিউইয়র্কে রয়েছেন জয়শঙ্কর। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, আফগানিস্তানের সঙ্গে কি যোগাযোগ রাখছে ভারত? বিদেশমন্ত্রী জানান,'এই মুহূর্তে কাবুলের উদ্ভূত পরিস্থিতির দিকে নজর রাখছি। তালিবান ও তাদের প্রতিনিধিদের নিয়ন্ত্রণে চলে এসেছে কাবুল। ফলে বিষয়টি বিবেচনা করা উচিত।'

আফগান-ভূমে ৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে ভারত। বহু উন্নয়নমূলক প্রকল্প চলছে। তালিবান চাইছে, নয়াদিল্লি ওই প্রকল্পগুলি সম্পূর্ণ করুক। এনিয়ে কি ভাবনা? জয়শঙ্কর জানান,'আফগানিস্তানে বিনিয়োগ জারি রাখবে ভারত। আফগান নাগরিকদের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এটা মাথায় রেখে আগামী দিনে চলব। এই মুহূর্তে সব কিছু প্রথামিকস্তরে। আমাদের অগ্রাধিকার ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা।' 

তালিবান সরকারকে মান্যতা দেয়নি নয়াদিল্লি। ভারতকে নিজেদের অবস্থান ভেবে দেখার অনুরোধ করেছে তালিবান নেতৃত্ব। ইতিমধ্যেই আফগানিস্তানে আটক ভারতীয়দের উদ্ধার চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। সেখানকার হিন্দু ও শিখ নাগরিকদের ফিরিয়ে আনার আশ্বাসও দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে আটকে পড়া বন্ধুদের সহায়তা করা হবে।        

আরও পড়ুন- Afghanistan: ধর্মান্তরিত করে আইসিসে কেরলের মেয়ে, কাবুল থেকে ফেরানোর আর্তি মায়ের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.