মালয়েশিয়ায় ভিনগ্রহের প্রাণী ভেবে পেটালো বিরল প্রজাতির ভাল্লুককে
ভিনগ্রহের প্রাণী ভেবে বেধড়ক পেটালো বিরল প্রজাতির ভাল্লুককে। ঘটনাটি ঘটে মালয়েশিয়ার এক তৈল শোধনাগারে। সেখানকার শ্রমিকরা বিরল প্রজাতির ভাল্লুককে দেখে প্রথমে ভয় পেয়ে যায়। তারপর চড়াও হয় ভাল্লুকের উপর।
ওয়েব ডেস্ক: ভিনগ্রহের প্রাণী ভেবে বেধড়ক পেটালো বিরল প্রজাতির ভাল্লুককে। ঘটনাটি ঘটে মালয়েশিয়ার এক তৈল শোধনাগারে। সেখানকার শ্রমিকরা বিরল প্রজাতির ভাল্লুককে দেখে প্রথমে ভয় পেয়ে যায়। তারপর চড়াও হয় ভাল্লুকের উপর।
স্থানীয় এক বাসিন্দা জানান, "এর আগে এইরকম জন্তু কোনওদিন দেখেনি। ভয়ে আমরা ওর উপর হামলা চালাই। পরে আমরা বুঝতে পারি এটি একটি ভাল্লুক। জ্ঞান ফিরলে আমরা তাকে বনে পাঠানোর ব্যবস্থা করি।"
তবে মালয়েশিয়ার বনদফতর থেকে জানানো হয়, এটি একটি সান বিয়ার। গায়ে কোনও লোম ছিল না। দুর্ভাগ্যজনকভাবে স্থানীয় লোকেরা ভিন গ্রহের প্রাণী ভেবে পেটাতে শুরু করে। এইভাবে অত্যাচার করার জন্য অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দেওয়ার কথা জানায় বন দফতর। সান বিয়ার সংখ্যা এখন অনেক কমে গেছে। মালয়েশিয়ায় এই ভাল্লুক 'হানি বিয়ার' নামে পরিচিত।