২৪ ঘণ্টা টানা তালিবানি অত্যাচার,তবু মাথা উঁচু WION-এর সাংবাদিক আনাস মালিকের

আনাস জানিয়েছেন ‘গুরুত্বপূর্ণ বিষয় হল যে স্থানীয় প্রযোজক এবং আমাদের ড্রাইভার এখনও তালিবানদের হাতে বন্দি রয়েছে। তারা জানিয়েছে যে তারা খুব তারাতারি তাদেরকেও মুক্তি দেবে। যদিও কত তাড়াতাড়ি, সেই বিষয়ে এখনও কোনও আপডেট নেই।‘ আনাসের সঙ্গে থাকা আরও এক সাংবাদিক প্রথমবার জানান তাঁর অপহরণের কথা। আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মনসুর আহমেদ খান শুক্রবার জানান যে মালিক কাবুলে রয়েছেন এবং নিরাপদে আছেন।

Updated By: Aug 6, 2022, 12:44 PM IST
২৪ ঘণ্টা টানা তালিবানি অত্যাচার,তবু মাথা উঁচু WION-এর সাংবাদিক আনাস মালিকের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: WION-এর পাকিস্তান ব্যুরো চিফ আনাস মালিককে অপহরণ করে তালিবানরা। বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে তাঁকে অপহরণ করে তালিবানরা। তার নিরাপদ মুক্তির দাবিতে সরব হয় আন্তর্জাতিক মহল। তালিবানের উপর চাপ বাড়তে থাকায় তাঁকে ছেড়ে দিতে বাদ্য হয় তাঁরা। যদিও ছেড়ে দেওয়ার আগে তাকে শারীরিক হেনস্থা করা হয় বলে জানা গিয়েছে। গ্রাভিটাসে পালকি শর্মা উপাধ্যায়কে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।  মালিক বলেন যে তিনি এখনও সাংবাদিকতার করার জন্য আফগানিস্তানে ফিরে যেতে চান তবে বর্তমান 'অমানবিক' তালিবান শাসন যতদিন রয়েছে ততদিন নয়। তিনি বলেন, ‘আমি যখন কাবুল ছেড়ে যাচ্ছিলাম আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়ি। আমার ঠিক পাশেই একটি আফগান পরিবার ছিল এবং তারা বলেছিল আমরা আপনাকে টিভিতে দেখেছি। এবং আমরা আপনার নিখোঁজ হওয়ার খবর পড়ছিলাম।‘

মালিক আরও বলেন যে ওই পরিবারের সঙ্গে দেখা হওয়ার সময় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, ‘আমি সেই সময় আমার চোখের জল ধরে রাখতে পারিনি এবং বলেছিলাম যে আমি এই দেশকে সত্যিই ভালবাসি। দুর্ভাগ্যবশত, এই মুহূর্তে এখানকার শাসনকে আপনি 'মানুষ' হিসাবে বিবেচনা করতে পারবেন না। যা হয়েছে তা দুঃখজনক। আমি এই দেশে ফিরে আসতে চাই কিন্তু এই পরিস্থিতিতে নয়।‘

তিনি আরও বলেন, "আফগান পরিবারটি আমায় আলিঙ্গন করে। প্রতিবেশী দেশ হওয়া সত্ত্বেও, আফগানিস্তান আমার হৃদয়ের খুব কাছেই রয়েছে ব্যক্তিগত কারনে। আমাকে ২০১৮ সালে WION প্রথমবার সেখানে পাঠায়। এরপর থেকে আফগানিস্তানে আসা একটি বার্ষিক বিষয় হয়ে গিয়েছে। আমি এখানে ২০১৮, ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে ছিলাম প্রাক্তন সরকারের পতনের আগে পর্যন্ত।‘

এটি লক্ষণীয় যে আনাসকে সন্ত্রাসবাদীরা আফগানিস্তানের সরকারের ছদ্মবেশে অপহরণ করে। তাঁকে ছেরে দেওয়া হলেও তার সহকর্মীরা এখনও তালিবানের হাতে বন্দী রয়েছে বলেই জানা গিয়েছে।

আনাস জানিয়েছেন ‘গুরুত্বপূর্ণ বিষয় হল যে স্থানীয় প্রযোজক এবং আমাদের ড্রাইভার এখনও তালিবানদের হাতে বন্দি রয়েছে। তারা জানিয়েছে যে তারা খুব তারাতারি তাদেরকেও মুক্তি দেবে। যদিও কত তাড়াতাড়ি, সেই বিষয়ে এখনও কোনও আপডেট নেই।‘

আরও পড়ুন: Pakistan Economic Crisis: শ্রীলঙ্কার পথেই এগোচ্ছে পাকিস্তান! সামনে খারাপ দিন আসছে, হুঁশিয়ারি পাক অর্থমন্ত্রীর

আনাসের সঙ্গে থাকা আরও এক সাংবাদিক প্রথমবার জানান তাঁর অপহরণের কথা। তিনি বলেন আনাসকে ফোনে পাওয়া যাচ্ছিলনা। কাবুলে পাকিস্তান দূতাবাসের কাছেও তার সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। এরপরেই দূতাবাসের তরফে তালিবান সরকারের সঙ্গে প্রাথমিক তদন্ত শুরু করা হয়।

পরে, আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মনসুর আহমেদ খান শুক্রবার জানান যে মালিক কাবুলে রয়েছেন এবং নিরাপদে আছেন।

এর আগে ২০২১ সালের ১৬ জুলাই আফগান নিরাপত্তা বাহিনী এবং তালিবানদের মধ্যে সংঘর্ষের ঘটনা কভার করার সময়, পুলিৎজার জয়ি ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকিকে তালিবানরা হত্যা করে। এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। গত এক বছরে সাংবাদিকসহ সাধারণ মানুষের উপর হামলা বহু ঘটনা ঘটেছে আফগানিস্তানে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.