ব্রিটেনের রাজপথে অ্যানুয়াল প্যারেড

দীর্ঘ রাস্তাজুড়ে প্যারেড। যে সে রাস্তা নয়। একেবারে ব্রিটেনের রাজপথ। বাকিংহাম প্যালেসের কাছ থেকে শুরু হয়ে প্যারেড চলল ৩ ঘণ্টারও বেশি। অংশগ্রহণকারী ৮ হাজার। দর্শক ৫ লক্ষ। বৃষ্টি পড়ছিল।  টিভিতে সরাসরি সম্প্রচারও ছিল। তবু অ্যানুয়াল প্যারেডের সাক্ষী থাকার সুযোগ হাতছাড়া করতে চাননি অনেকেই। গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিট কেটে সকাল সকাল হাজির হয়ে যান সেন্ট্রাল লন্ডনে। নিই ইয়ারে ব্রিটেনের রাজপথে অ্যানুয়াল প্যারেড।

Updated By: Jan 6, 2017, 11:18 PM IST
ব্রিটেনের রাজপথে অ্যানুয়াল প্যারেড

ওয়েব ডেস্ক: দীর্ঘ রাস্তাজুড়ে প্যারেড। যে সে রাস্তা নয়। একেবারে ব্রিটেনের রাজপথ। বাকিংহাম প্যালেসের কাছ থেকে শুরু হয়ে প্যারেড চলল ৩ ঘণ্টারও বেশি। অংশগ্রহণকারী ৮ হাজার। দর্শক ৫ লক্ষ। বৃষ্টি পড়ছিল।  টিভিতে সরাসরি সম্প্রচারও ছিল। তবু অ্যানুয়াল প্যারেডের সাক্ষী থাকার সুযোগ হাতছাড়া করতে চাননি অনেকেই। গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিট কেটে সকাল সকাল হাজির হয়ে যান সেন্ট্রাল লন্ডনে। নিই ইয়ারে ব্রিটেনের রাজপথে অ্যানুয়াল প্যারেড।

রঙিন সাজে হাঁটলেন কচিকাঁচা থেকে প্রবীণ নাগরিকেরা। সামিল হলেন বাহারি প্যারেডে। চিয়ার লিডারদের দৌড়, রন পায় মার্চ, রাজপথে নাচ, ব্যান্ডের সুর, জায়েন্ট বেলুন-সবমিলিয়ে ব্রিটেনের রাজপথে চাঁদের হাট। অ্যানুয়াল প্যারেডে সামিল তাক লাগানো ছোট ছোট ভিন্টেজ ইঞ্জিন। সেই ইঞ্জিনেই সওয়ার যাত্রী। প্যারেডে অংশ নিল ভিন্টেজ গাড়িও। অংশ নেন বিভিন্ন দূতাবাস কর্মীরা।

আরও পড়ুন- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গুপ্তরচরবৃত্তির অভিযোগ; মস্কো ও ওয়াশিংটনের মধ্যে বাড়ল চাপানউতোর

লাইট ক্যামেরা অ্যাকশন। এই ছিল ২০১৭-র প্যারেডের থিম। বৃষ্টি বিঘ্নিত আবহাওয়া ছিল। তবে তা বাগ মানাতে পারেনি জনপ্লাবনকে। বাকিংহাম প্যালেসের কাছে গ্রিন পার্ক টিউব স্টেশন থেকে শুরু হয়ে পার্লামেন্ট স্কোয়ারে শেষ হয় প্যারেড। পিকাডেলি স্কোয়াড, লোয়ার রিজেন্ট স্ট্রিট, পল মল, ট্রাফালগার স্কোয়ার, হোয়াইট হল। যখন যেখান দিয়ে প্যারেড গেছে তখন সেখানেই পথে নেমেছে ব্রিটেন।

৩১ বছরের অ্যানুয়াল প্যারেডে জনস্রোতের পরিচিত ছবির দেখা মিলেছে ঠিকই। তবে অবাক করেছে নতুন বছরের চার্চ সার্ভিসে রানি এলিজাবেথের অনুপস্থিতি। আর এই সূত্রেই জানা গেছে এবছরের ক্রিস্টমাস চার্চ সার্ভিসেও হাজির থাকতে পারেননি রানি। অসুস্থতার কারণে। প্রচণ্ড সর্দি কাশিতে ভুগছেন নবতিপর রানি এলিজাবেথ। জানিয়েছে বাকিংহাম প্যালেস।

আরও পড়ুন- ঢাকা হোলি আর্টিসানে হত্যাকাণ্ডের নায়ক মুজাহিদিন নেতা নুরুল ইসলাম মৃত

১৯৮৮থেকে সান্ড্রিংহামে ক্রিস্টমাস পালন করতে  শুরু করে  ব্রিটেনের রয়্যাল ফ্যামিলি। চার্চের প্রধান হিসেবে রানি প্রতিবছরই উপস্থিত থাকেন সেই সার্ভিসে। এবছর অসুস্থতা সত্ত্বেও হেলিকপ্টারে স্বামী প্রিন্স ফিলিপের সঙ্গে সান্ড্রিংহামে পৌছেও ছিলেন। তবে চার্চ পর্যন্ত আর যাওয়া হয়নি। চার্চে যেতে পারেননি নিউ ইয়ারেও। প্রিন্স ফিলিপ যদিও নিউ ইয়ার চার্চ সার্ভিসে হাজির হন। ছিলেন রাজ পরিবারের বাকি সদস্যেরাও। তবে রানি এলিজাবেথের অনুপস্থিতি নিঃসন্দেহে অবাক করেছে সবাইকে।

.