রাজতন্ত্রের অবসান চেয়ে প্রজাতান্ত্রিক স্পেনের দাবিতে মাদ্রিদের রাস্তায় হাজার হাজার মানুষ
রাজা জুয়ান কার্লোসের গদিত্যাগের পর স্পেনের রাজতন্ত্র বিরোধী হাজার হাজার মানুষ প্রজাতন্ত্রের দাবিতে রাস্তায় নামলেন।
রাজা জুয়ান কার্লোসের গদিত্যাগের পর স্পেনের রাজতন্ত্র বিরোধী হাজার হাজার মানুষ প্রজাতন্ত্রের দাবিতে রাস্তায় নামলেন।
রাজকুমার ফিলিপের হাতে রাজদণ্ড তুলে দেওয়ার বদলে স্পেনের মানুষ এখন গণভোটের দাবি তুলেছেন। তাঁরা চাইছেন রাজতন্ত্র চলে গিয়ে প্রজাতান্ত্রিক দেশ হিসাবে নিজের পরিচয় খুঁজে পাক স্পেন।
স্থানীয় সময় সোমবার গভীর রাতে রাজার সিংহাসন ত্যাগের খবরের ঘোষণা হওয়ার পরেই মাদ্রিদের সেন্ট্রাল পুয়েরতা দেল সোল স্কোয়ারে বিভিন্ন দিক থেকে মিছিল করে জড়ো হতে থাকেন সাধারণ মানুষ।
প্রতিবাদস্থলের থেকে হাঁটাপথ দূরত্বে অবস্থিত রাজপ্রাসাদ ঘিরে রেখেছে বিশাল পুলিস বাহিনী।
ভিড়ে ঠাসা স্কোয়ারের গলায় ``আগামিকাল, প্রজাতান্ত্রিক স্পেন`` -এর দাবি। হাতের প্ল্যাকার্ডে লেখা ``আর রাজা নয়, গণভোট চাই``, ``রাজাকে ছাড়াই একটি রাজকীয় পরিবর্তন``-মত স্লোগান।