সমকামী হয়ে আমি গর্বিত, জানালেন অ্যাপেল সিইও টিম কুক
গর্বের সঙ্গে প্রকাশ্যে নিজের সমকামিতার কথা স্বীকার করলেন অ্যাপেলের চিফ এক্সিকিউটিভ টিম কুক। পৃথিবীতে সমকামী মানুষরা অস্তিত্ব সঙ্কটে পড়েছেন। আর তাই ব্লুমবার্গ বিজনেসউইকে প্রকাশিত একটি প্রতিবেদনে নিজের গর্বের সঙ্গে সমকামিতার কথা ঘোষণা করলেন টিম।
ওযেব ডেস্ক: গর্বের সঙ্গে প্রকাশ্যে নিজের সমকামিতার কথা স্বীকার করলেন অ্যাপেলের চিফ এক্সিকিউটিভ টিম কুক। পৃথিবীতে সমকামী মানুষরা অস্তিত্ব সঙ্কটে পড়েছেন। আর তাই ব্লুমবার্গ বিজনেসউইকে প্রকাশিত একটি প্রতিবেদনে নিজের গর্বের সঙ্গে সমকামিতার কথা ঘোষণা করলেন টিম।
এতদিন পর্যন্ত নিজের সেক্সুয়ালিটিকে ব্যক্তিগত রাখাই শ্রেয় মনে করতেন টিম। কিন্তু চলতি সপ্তাহে তাঁর নিজের শহর আলাবামায় সমকামী ও রূপান্তরকামীদের অধিকারের দাবিতে নিজের সমকামিতার কথা প্রকাশ্যে বললেন টিম। তিনি লিখেছেন, আমি কখনও নিজের সমকামিতাকে অস্বীকার করিনি, কিন্তু এতদিন পর্যন্ত প্রকাশ্যে স্বীকারও করিনি। তাই স্পষ্ট ভাবেই বলছি, আমার সমকামিতা নিয়ে আমি গর্বিত। আমি মনে করি সমকামিতা আমার জীবনে ভগবানের দেওয়া শ্রেষ্ঠ উপহার। তাই যেকোনও কেউ এই বিষয়ে যে কোনও সমস্যায পড়লে আমার কাছে আসতে পারেন।