জীবনদায়ী ব্যবস্থায় শ্বাস নিচ্ছেন নেলসন ম্যান্ডেলা

 বিশ্বের বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনের প্রবাদপ্রতিম চরিত্র নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থা অতন্ত্য সঙ্কটজনক। বর্তমানে জীবনদায়ী ব্যবস্থার মাধ্যমে কৃত্রিমভাবে তাঁর শ্বাস প্রশ্বাস সচল রাখার চেষ্টা চালানো হচ্ছে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসেডেন্টের আরোগ্যের প্রার্থনায় সেই দেশ সহ সারা বিশ্ব।

Updated By: Jun 27, 2013, 01:44 PM IST

বিশ্বের বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনের প্রবাদপ্রতিম চরিত্র নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থা অতন্ত্য সঙ্কটজনক। বর্তমানে জীবনদায়ী ব্যবস্থার মাধ্যমে কৃত্রিমভাবে তাঁর শ্বাস প্রশ্বাস সচল রাখার চেষ্টা চালানো হচ্ছে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসেডেন্টের আরোগ্যের প্রার্থনায় সেই দেশ সহ সারা বিশ্ব।
ম্যান্ডেলার শারীরিক অবস্থার অবনতির কারণে দক্ষিণআফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা তাঁর বিদেশ সফর বাতিল করেছেন। প্রিটোরিয়ার হাসপাতালে ম্যান্ডেলাকে দেখতে গিয়ে জুমা ম্যান্ডেলার শারীরিক অবস্থার অবনতির কথা স্বীকার করে নিয়েছেন।
গত তিন সপ্তাহ ধরে প্রিটোরিয়ার যে হাসপাতালে মান্ডেলা ভর্তি তার বাইরে তাঁর আরোগ্য কামনা করে জড় হয়েছেন বহু মানুষ। হাতে মোমবাতি নিয়ে এখন প্রিয় নেতার জন্য প্রার্থনায় ব্যস্ত।
দক্ষিণ আফ্রিকায় গণতন্ত্রের জনক, কিংবদন্তী নেলসন ম্যান্ডেলা বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনকে নতুন গতি দিয়েছিলেন। দীর্ঘ ২৭ বছর ভয়ঙ্কর রবেন আইল্যান্ডের কাল কুঠরিতে বন্দী দশা কাটান তিনি। তা সত্বেও দমে যায়নি তাঁর আন্দোলন। তাঁর আন্দোলনের জেরেই দক্ষিণ আফ্রিকা আজ একটি রামধনুর দেশ। যেখানে বিভিন্ন বর্ণের মানুষ সমান অধিকার নিয়ে বেঁচে আছেন।
সাদা-কালো মানুষ একত্রিত হয়ে আজ মোমবাতি হাতে প্রিয় নেতার আরোগ্য কামনা করছেন। এখানেই নেলসন ম্যান্ডেলা শয্যাশায়ী হয়েও যেন মানুষের মুক্তির লড়াইকে ভেদাভেদ হয়ে আরও একবার মিলিয়ে দিচ্ছেন।

.