Spacewalking: অলৌকিক? মহাকাশে হেঁটে বেড়াচ্ছেন এক মহাকাশচারী!

অ্যাস্ট্রোফোটোগ্রাফার সেবাস্তিয়ান ভলটমার, স্পেসওয়াকের এই প্রায় অলৌকিক ছবিটি তুলতে পেরেছেন।

Updated By: Mar 30, 2022, 06:11 PM IST
Spacewalking: অলৌকিক? মহাকাশে হেঁটে বেড়াচ্ছেন এক মহাকাশচারী!

নিজস্ব প্রতিবেদন: নাসার রাজা চারি এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার ম্যাথিয়াস মরের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাইরে বিভিন্ন রক্ষণাবেক্ষণের কাজের জন্য প্রায় সাত ঘণ্টা কাটিয়েছেন।

সেবাস্তিয়ান ভল্টমার, একজন স্পেস ফোটোগ্রাফার মাটি থেকে স্পেসওয়াকের এই ছবিটি তুলতে সক্ষম হয়েছিলেন। তিনি টুইট করেন-- গতকাল আমি সূর্যাস্তের পরপরই #স্পেসওয়াকের সাক্ষী হয়েছি। 

ভল্টমার আরও জানান, ফোটোগ্রাফার ফিলিপ স্মিথের সাহায্যে ছবিটি যাচাই করার জন্য একটু বেশি সময় ব্যয় করা হয়েছে।

ভল্টমার SpaceWeather.com-এ মন্তব্য করেছেন, 'আমার মনে হচ্ছে আমি জীবনে একবারই একটি ছবি তুলেছি।' তিনি আরও লেখেন-- 'এটি সম্ভবত একই সময়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দুই মহাকাশযাত্রীর প্রথম মাটির উপরের ছবি।'

ছবিটি তুলতে ভল্টমার একটি ASI290 প্ল্যানেটারি ক্যামেরা-সহ একটি ১১ ইঞ্চি EdgeHD টেলিস্কোপ ব্যবহার করেছিলেন।

আরও পড়ুন: Russia Ukraine War: বাইডেন বিপজ্জনক পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছেন, মত রাজনৈতিক মহলের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.