Bangladesh| BCS: বাংলাদেশ সিভিল সার্ভিসের চূড়ান্ত মেরিট লিস্ট প্রকাশিত, বাদ ১৬৮ চাকরিপ্রার্থীর মধ্যে বেশিরভাগই হিন্দু!
Bangladesh| BCS: শেখ হাসিনা দেশ ছাড়ার পর দেশের বিভিন্ন অঞ্চলে হিন্দুদের উপরে আক্রমণ শুরু হয়। দেশজুড়ে একটা জল্পনা শুরু হয়েছিল যে পুলিসের চাকরিতে আর হিন্দুদের নেওয়া হবে না
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের সিভিল সার্ভিস বিসিএসের ফাইনাল লিস্ট প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। গত ১৫ অক্টোবরের লিস্ট বাতিল করে নতুন লিস্ট প্রকাশ করা হল। সেখান থেকে বাদ দেওয়া হয়েছে ১৬৮ জনকে। এনিয়ে শুরু হয়েছে বিতর্ক। কোনও কোনও মহল থেকে দাবি করা হয়েছে, যাদের বাদ দেওয়া হয়েছে তাদের বেশিরভাগই হিন্দু।
আরও পড়ুন-ইয়েমেনে মৃত্যদণ্ড কেরালার নার্সকে, এখন 'ব্লাড মানি'-র সুতোয় ঝুলছে প্রাণ
বাংলাদেশের বিসিএস-এ পাস করেও হিন্দু চাকরি প্রার্থীদের নাম বাতিল করে দেওয়া হয়েছে, মঙ্গলবার কুণাল ঘোষের সঙ্গে দেখা করে এমনটাই দাবি করেছেন প্রাক্তন ইস্কন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ। তবে অসমর্থিত সূত্রে খবর, যে ১৬৮ জনের নাম বাদ দেওয়া হয়েছে তাদের বেশিরভাগই হিন্দু ধর্মালম্বী মানুষ।
শেখ হাসিনা দেশ ছাড়ার পর দেশের বিভিন্ন অঞ্চলে হিন্দুদের উপরে আক্রমণ শুরু হয়। দেশজুড়ে একটা জল্পনা শুরু হয়েছিল যে পুলিসের চাকরিতে আর হিন্দুদের নেওয়া হবে না। এনিয়ে বাংলাদেশের তরফে প্রবল আপত্তি জানানো হয়েছিল।
গতকাল যে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে সেখানে প্রশাসনিক ক্যাডার বাদ পড়েছেন ২৬ জন। এদের মধ্যে ১৩ জন হিন্দু। এমনটাই দাবি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে। বিদেশ মন্ত্রকের ক্যাডার বাদ হয়েছে ৫ জন। এদের মধ্যে ২ জন হিন্দু। কাস্টমসের ৩ জনের মধ্যে ১ জন হিন্দু। নাম অপূর্ব সাহা। পুলিসে ৮ জনের মধ্যে ২ জন হিন্দুর নাম বাদ দেওয়া হয়েছে। নাম প্রভাস সাহা ও কেশব দাস। ট্যাক্সে ৭ জনের নাম বাদ হয়েছে। তার মধ্যে ৫ জনই হিন্দু। সমবায়ে ৩ জনের মধ্যে ১ জন হিন্দু। রেলওয়েতে ১ জন বাদ পড়েছেন, তিনিও হিন্দু চাকরিপ্রার্থী। ফুডে ৩ জনের মধ্যে ২ জন হিন্দু। এরা হলেন বিদ্যুত্ কুমার প্রাণ ও শ্যামল মল্লিক।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)