পেয়ারার ডালাতে লুকিয়ে রাখা বিস্ফোরক থেকে মৃত্যুপুরী পাক রাজধানী

ট্রেনের পর এবার ইসলামাবাদের বাজারে ভয়াবহ বিস্ফোরণ, গোটা পাকিস্তান যেন বারুদের স্তুপ

Updated By: Apr 9, 2014, 02:05 PM IST

ফের বিস্ফোরণ পাকিস্তানে। পাকিস্তানে ট্রেনে ভয়াবহ বিস্ফোরণের কয়েকঘণ্টা কাটতে না কাটতেই কেঁপে উঠল রাজধানী ইসলামাবাদ। বিস্ফোরণে মৃত্যু হয়েছে ২৩ জনের। গুরুতর জখম অন্তত ৩৫ জন। আজ সকালে বিস্ফোরণটি হয় ইসলামাবাদের একটি ফল ও সবজির বাজারে।

বিস্ফোরণটি হয়েছে রাজধানীর এক ফলের বাজারে সেক্টর I-১১-এ। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠীই এই বিস্ফোরণের দায়ে স্বীকার করেনি। একটি পেয়ারার ডালাতে বিস্ফোরক রাখা ছিল। সেটাই বাজারে আনা হয়।

সকালের ব্যস্ত সময়ে বাজারে বহু মানুষ উপস্থিত ছিলেন। গতকাল বালুচিস্তানে ট্রেনে বিস্ফোরণে মৃত্যু হয় ১৭ জন যাত্রীর। আহত হন ৪৪ জন যাত্রী। জাফর এক্সপ্রেস নামে ওই ট্রেনটি কোয়েটা থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল। শিবি রেলস্টেশনে দাঁড়ি থাকার সময় ট্রেনটিতে বিস্ফোরণ হয়। বালুচ জঙ্গিরাই ওই বিস্ফোরণ ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে।

.