বাংলাদেশে তিন ব্লগারকে গুলি এবং কুপিয়ে খুন করার চেষ্টা, তিনজনই গুরুতর জখম

বাংলাদেশে ব্লগারদের উপর হামলা থামছে না। বাংলাদেশের রাজধানী ঢাকায়  শনিবার দুপুরের দিকে ফের একবার ব্লগারের উপর হামলা চালান হল। শুদ্ধস্বর নামের একটি প্রকাশনা প্রতিষ্ঠানের ওপর হামলা চালানো হয় এদিন। রণদীপম বসু, তারেক রহিম, আর আহমেদুর রশীদ টুটুল বলে তিন ব্লগার আহত হয়েছেন বলে এখনও পর্যন্ত খবর পাওয়া গিয়েছে।

Updated By: Oct 31, 2015, 05:25 PM IST
 বাংলাদেশে তিন ব্লগারকে গুলি এবং কুপিয়ে খুন করার চেষ্টা, তিনজনই গুরুতর জখম

ওয়েব ডেস্ক: বাংলাদেশে ব্লগারদের উপর হামলা থামছে না। বাংলাদেশের রাজধানী ঢাকায়  শনিবার দুপুরের দিকে ফের একবার ব্লগারের উপর হামলা চালান হল। শুদ্ধস্বর নামের একটি প্রকাশনা প্রতিষ্ঠানের ওপর হামলা চালানো হয় এদিন। রণদীপম বসু, তারেক রহিম, আর আহমেদুর রশীদ টুটুল বলে তিন ব্লগার আহত হয়েছেন বলে এখনও পর্যন্ত খবর পাওয়া গিয়েছে।
তাঁদের অবস্থা বেশ গুরুতর। তাঁদের সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এই হামলায়র তিনজনকেই গুলি এবং কুপিয়ে খুন করার চেষ্টা হয়। তাই তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক। তিনজনই গুলিবিদ্ধ হয়েছেন।
রশীদ টুটুল নিহত ব্লগার অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক ছিলেন বলে আপাতত জানা গিয়েছে।

.