নিখোঁজ মালয়েশিয় বিমানের ব্ল্যাক বক্স থেকেই মিলেছে সিগন্যাল, দাবি আত্মবিশ্বাসী অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর
নিঁখোজ মালয়েশিয়ান বিমান MH370 অনুসন্ধানের সময় যে সিগন্যাল পাওয়া গেছে তা ওই বিমানেরই ব্ল্যাক বক্স থেকে পাওয়া গেছে। বৃহস্পতিবার চিনে এক সাংবাদিক সম্মেলন জোরের সঙ্গে এমনটাই দাবি করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট। অ্যাবোট জানালেন এই বিষয়ে তিনি এক প্রকার নিশ্চিত।
নিঁখোজ মালয়েশিয়ান বিমান MH370 অনুসন্ধানের সময় যে সিগন্যাল পাওয়া গেছে তা ওই বিমানেরই ব্ল্যাক বক্স থেকে পাওয়া গেছে। বৃহস্পতিবার চিনে এক সাংবাদিক সম্মেলন জোরের সঙ্গে এমনটাই দাবি করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট। অ্যাবোট জানালেন এই বিষয়ে তিনি এক প্রকার নিশ্চিত।
বর্তমানে সরকারি কাজে চিনে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। সেখান থেকেই তিনি জানিয়েছেন অস্ট্রলীয় কর্তৃপক্ষ নিশ্চিত ভাবেই মালয়েশিয় বিমানটির অবস্থান জানে। গত ৮ মার্চ কুয়ালা লামপুর থেকে বেজিং যাওয়ার পথে রহস্যজনক ভাবে নিঁখোজ হয়ে যায় MH370। বিশ্ব জুড়ে বিভিন্ন দেশগুলির ক্রমাগত ব্যাপক খানা তল্লাশির পরেও এখনও পর্যন্ত বিমানটির কোনও খোঁজই পাওয়া যায়নি।
যদি সত্যিই বিমানটির ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া যায় তাহলে নিঁখোজ বিমান রহস্য সমাধানের পথে অনেকটাই এগিয়ে যাবে।
যে অস্ট্রেলীয় সংস্থাটি বিমানটির তল্লাশিতে নিযুক্ত রয়েছে তারা দাবি করেছে এমন কিছু শব্দ সিগন্যাল তারা পেয়েছে যা সম্ভবত নিখোঁজ বিমানেরই ব্ল্যাক বক্স থেকে প্রাপ্ত। বৃহস্পতিবার এই সিগন্যাল পাওয়া গেছে।
টনি অ্যাবোট জানিয়েছেন অধুনা প্রাপ্ত সিগন্যাল থেকে বোঝা যাচ্ছে বিমানের অনুসন্ধান প্রক্রিয়া সঠিক পথেই এগোচ্ছে।