ভিডিয়ো: হস্তিশাবকের অবাক কীর্তি, ডুবন্ত ব্যক্তিকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিল বিশ্বকর্মার বাহন
সম্প্রতি টুইটারে ভিডিয়োটি পোস্ট করেন এক ব্যক্তি। তার পরেই তা ভাইরাল হয়ে যায়।
নিজস্ব প্রতিবেদন : খড়স্রোতা নদীতে ভেসে যাচ্ছিলেন এক ব্যক্তি। তাঁকে দেখেই জলে ঝাঁপ দিয়ে উদ্ধার করল এক হস্তিশাবক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে থাইল্যান্ডের একটি অভয়ারণ্যে হস্তিশাবকের কীর্তির ভিডিয়ো। টুইটারে প্রায় ৬৭ লক্ষ ভিউস পেয়েছে ভিডিয়োটি। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে খরস্রোতা নদীর এক পারে দাঁড়িয়ে আছে চারটি পূর্ণবয়স্ক হাতি ও একটি শাবক। এমন সময়ে খরস্রোতা নদী দিয়ে ভেসে আসতে দেখা যায় এক ব্যক্তিকে। বিষয়টি নজরে আসে হস্তি শাবকের। বিন্দুমাত্র দেরি না করে সোজা জলে ঝাঁপ দেয় হস্তি শাবক। জলের তোড় কাটিয়ে এগিয়ে যায় ডুবন্ত ব্যক্তির দিকে। তার পর সেই ব্যক্তির কাছাকাছি পৌঁছে বাড়িয়ে দেয় শুঁড়। নিজের শরীর দিয়ে জলের স্রোতও আটকায় হস্তি শাবক। বেশ যত্ন করেই আগলে রাখে ওই ব্যক্তিকে। তার পর পারের দিকে এগোতে থাকে হস্তি শাবক।
This young elephant spots a man he thinks is drowning in the river, and rushes across to save him, so tenderly. We are so lucky to share the world with such creatures. They are so unlucky to share it with us. pic.twitter.com/BIyQSqJ5HU
— Ben Goldsmith (@BenGoldsmith) September 15, 2019
জানা গিয়েছে, ভিডিয়োটি প্রায় ৩ বছর আগেকার। সম্প্রতি টুইটারে ভিডিয়োটি পোস্ট করেন এক ব্যক্তি। তার পরেই তা ভাইরাল হয়ে যায়। থাইল্যান্ডের হাতি সংরক্ষণ প্রকল্পের অন্যতম কনিষ্ঠ সদস্য ওই হস্তিশাবক। সেই হাতি সংরক্ষণ প্রকল্পেরই কর্মী ড্যারিক থম্পসন নামের ওই 'ডুবন্ত' ব্যক্তি। তবে, আদতে কোনও বিপদে পড়েননি ড্যারিক। খেলার ছলেই হস্তি শাবকের বুদ্ধি পরীক্ষা করতে ডুবে যাওয়ার ভান করেন তিনি। আর তার পরেই হস্তি শাবকের বুদ্ধিমত্তা ও বন্ধুত্বের পরিচয় পেয়ে যান ড্যারিক।
আরও পড়ুন: পাক অধিকৃত কাশ্মীর একদিন দখল নেবেই ভারত, জয়শঙ্করের এই মন্তব্যে প্রতিক্রিয়া দিল পাকিস্তান