Mount Everest of Bacteria: সন্ধান মিলল সব চেয়ে বৃহদাকার ব্যাকটেরিয়ার! স্তম্ভিত বিজ্ঞানীমহল
ব্যাকটেরিয়া হল পৃথিবীতে প্রাণের সব চেয়ে প্রাচীন নিদর্শন। তবে থিওমারগারিতা ম্যাগনিফিকা নামের এই ব্যাকটেরিয়া শুধু মাত্র তার আকৃতির জন্যই যে আলোচনার যোগ্য তা নয়, এর অন্তর্লীন চেহারাটাও খুব আকর্ষণীয়।
নিজস্ব প্রতিবেদন: ভার্মিসিলির মতো দেখতে! বা শিমুই অথবা চাউমিনের তুলনাও দেওয়া যায়। ক্যারিবিয়ান সোয়াম্প বা জলাভূমিতে আবিষ্কৃত হয়েছে এই আকৃতির ব্যাকটেরিয়া! যা দেখে চক্ষু চড়কগাছ সংশ্লিষ্ট সব মহলের।
ব্যাকটেরিয়া হল পৃথিবীতে প্রাণের সব চেয়ে প্রাচীন নিদর্শন। তবে থিওমারগারিতা ম্যাগনিফিকা নামের এই ব্যাকটেরিয়া শুধু মাত্র তার আকৃতির জন্যই যে আলোচনার যোগ্য তা নয়, এর অন্তর্লীন চেহারাটাও খুব আকর্ষণীয়। 'সিঙ্গল-সেলড' বা এককোষী এই অণুজীবটি সব দিক থেকেই খুব দৃষ্টিআকর্ষণকারী। যাকে নিয়ে বিজ্ঞানীমহলেও সাড়া পড়ে গিয়েছে।
স্বাভাবিক আকৃতির ব্যাকটেরিয়ার চেয়ে নব-আবিষ্কৃত এই ব্যাকটেরিয়াটি প্রায় হাজার-হাজার গুণ বড় আকৃতির। ফলে অনায়াসে এটিকে মাউন্ট এভারেস্টের সঙ্গে তুলনা করা হচ্ছে। তুলনাটি করেছেন মেরিন বায়োলজিস্ট জাঁ মারি ভলান্ড।
ওয়েস্ট ইন্ডিজের ফ্রেঞ্চ আর্কিপেলাগো গুয়াডেল্যুপের সালফার-পূর্ণ সমুদ্রজলে এই ব্যাকটেরিয়াটির হদিশ পাওয়া গিয়েছে। ম্যানগ্রোভ অঞ্চল থেকে এই ব্যাকটেরিয়ার হদিশ পাওয়াটাও খুবই বিস্ময়কর ব্যাপার বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
আরও পড়ুন: Pani Puri Ban: ফুচকা খাওয়াও বারণ হয়ে গেল এই দেশে! কেন?