এবার বাংলাদেশেও লঞ্চ হবে বজাজের বিক্রান্ত

এতদিন ভারতের বাজার দাপিয়েছে, এবার প্রতিবেশী দেশ বাংলাদেশের বাইকের বাজার ধরতে মরিয়া বজাজ। পালসারের পর বিক্রান্ত, বজাজে মজেছে বাইক প্রেমীরা। বাংলাদেশেও এই বাইকের ক্রেজ ভীষণ রকম। তাই এবার বাংলাদেশ দাপাতে বজাজ বাংলাদেশেও লঞ্চ করতে চলেছে বিক্রান্ত। বাংলাদেশের বাজারে এই বাইকের দাম হতে পারে ১ লাখ ৭৫ হাজার টাকা। 

Updated By: Dec 6, 2016, 06:11 PM IST
এবার বাংলাদেশেও লঞ্চ হবে বজাজের বিক্রান্ত

ওয়েব ডেস্ক: এতদিন ভারতের বাজার দাপিয়েছে, এবার প্রতিবেশী দেশ বাংলাদেশের বাইকের বাজার ধরতে মরিয়া বজাজ। পালসারের পর বিক্রান্ত, বজাজে মজেছে বাইক প্রেমীরা। বাংলাদেশেও এই বাইকের ক্রেজ ভীষণ রকম। তাই এবার বাংলাদেশ দাপাতে বজাজ বাংলাদেশেও লঞ্চ করতে চলেছে বিক্রান্ত। বাংলাদেশের বাজারে এই বাইকের দাম হতে পারে ১ লাখ ৭৫ হাজার টাকা। 

বজাজের বিক্রান্ত (ভি ১৫/V15) একটি ফোর স্ট্রোক বাইক। স্পীড প্রতি ঘন্টায় ১১৫ কিলোমিটার। মাইলেজ লিটার প্রতি ৫৫ কিলোমিটার। সিঙ্গেল ট্যাঙ্ক বাইক বজাজ বিক্রান্তে ১৩ লিটার পর্যন্ত তেলের জায়গা রয়েছে। সামনের চাকায় থাকছে ডিস্ক ব্রেকও। আরও পড়ূন- রাস্তার মধ্যে বিশাল গর্ত, তলিয়ে গেল আস্ত ২টো গাড়ি!

 

বজাজ বিক্রান্ত ভারতের নৌসেনা জাহাজ 'INS Vikrant'-এর স্টিল দিয়ে তৈরি। এই 'INS Vikrant'  ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে চট্টগ্রাম, খুলনা, কক্স বাজারের উপকূলবর্তী অঞ্চলে বাংলাদেশকে যুদ্ধ জেতাতে অনুকূল ভূমিকা নিয়েছিল। 

 

.