Gold Smuggling Case: বদলের বাংলাদেশের লজ্জা, দুবাই থেকে সোনা পাচারে করতে গিয়ে আটক একটা আস্ত বিমান!

Bangladesh: সোনাগুলো বিমানের সিটের নিচে প্লাস্টিক টেপ দিয়ে মুড়িয়ে বিশেষ কায়দায় লুকানো ছিল। তদন্তের স্বার্থে আটক যাত্রীর পরিচয় গোপন রাখা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তি সংযুক্ত আরব আমিরশাহিতে ‘ওশেন গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি’ নামের একটি দোকানে কাজ করেন। 

Updated By: Dec 26, 2024, 08:24 PM IST
Gold Smuggling Case: বদলের বাংলাদেশের লজ্জা, দুবাই থেকে সোনা পাচারে করতে গিয়ে আটক একটা আস্ত বিমান!
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বিপাকে পদ্মা পাড়। আবারও সোনা পাচারের অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে। আর এই  অভিযোগেই বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিমানকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির একটি আসনের নীচ থেকে ২ কেজি ৩২০ গ্রাম ওজনের সোনার বার বাজেয়াপ্ত করা হয়। এরপরই কাস্টমস গোয়েন্দা ও তদন্ত কর্মকর্তারা বিমানটি আটক করে। 

আরও পড়ুন, EXPLAINED | Deadliest tsunami in history: ইতিহাসের ভয়ংকরতম সুনামি! ধ্বংসের অভিঘাতে শিউরে উঠবেন আপনি....

সূত্রের খবর, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের ভেতর তল্লাশির মাধ্যমে এসব সোনা উদ্ধার করা হয়েছে। সোনাগুলো বিমানের ৯জে সিটের নিচে প্লাস্টিক টেপ দিয়ে মুড়িয়ে বিশেষ কায়দায় লুকানো ছিল। তদন্তের স্বার্থে আটক যাত্রীর পরিচয় গোপন রাখা হয়েছে। আটক করা বিমানটি চট্টগ্রামে যাত্রীদের নামিয়ে সকালেই ঢাকার শাহজালাল বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়। 

তদন্তকারীরা জানিয়েছেন, গ্রেফতার হওয়া ব্যক্তি সংযুক্ত আরব আমিরশাহিতে ‘ওশেন গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি’ নামের একটি দোকানে কাজ করেন। বাংলাদেশেও তিনি অনলাইনে সোনা বিক্রি করেন। তবে এই প্রথমবার বাংলাদেশের বিরুদ্ধে সোনা পাচারের অভিযোগ ওঠেনি। এর আগেও ঢাকায় চোরাচালানের সোনা পাচার করায় দুটি বিমানকে আটক করা হয়েছিল। 

আরও পড়ুন, Airstrike in Afghanistan: পাক বিমান হামলা আফগানিস্তানে! রাতের আকাশ ঘিরেছে আগুন! নিহত প্রায় ৫০...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.