জানেন কি ২০২২ সালে কোন কোন শব্দ আপনি ব্যবহার করতে পারবেন না?

শীর্ষ-অপছন্দ 'ওয়েট, হোয়াট?' শব্দযুগল! একজন বিরক্ত হয়ে বলেছেন, 'আমি আর অপেক্ষা করতে চাই না।'

Updated By: Jan 3, 2022, 01:20 PM IST
জানেন কি ২০২২ সালে কোন কোন শব্দ আপনি ব্যবহার করতে পারবেন না?

নিজস্ব প্রতিবেদন: 'ওয়েট, হোয়াট?', 'নো ওরিস', 'নিউ নরমাল', 'অ্যাট দি এন্ড অব দ্য ডে'-- অতি-চেনা এই শব্দ বা ফ্রেজগুলি আমরা প্রায়শই বলি, শুনি। কিন্তু যদি আপনাকে বলা হয়, এই শব্দগুলি আপনি এই নতুন বছরে আর ব্যবহার করতে পারবেন না, আশ্চর্য হবেন? আশ্চর্য হলেও কিছু করার নেই, কেননা, এটাই ঘটেছে।

না, একটু খুলেই বলা যাক। ১৯৭৬ সালের পর থেকে প্রতি বছর ইংরেজি ভাষার অপছন্দের শব্দ ও ব্যাক্যাংশের একটি তালিকা প্রকাশ করে থাকে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের লেক সুপেরিয়র স্টেট ইউনিভার্সিটি। এবারেও ২০২১ সালের শেষ দিনে ওই তালিকাটি প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, বেশ কিছু অতি পরিচিত শব্দ বা বাক্যাংশ ব্যবহার করার ক্ষেত্রে বিরক্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। আর এই তালিকায় সবার উপরে রয়েছে-- 'ওয়েট, হোয়াট?' শব্দযুগল! একজন আপত্তি তুলে বলেছেন, 'আমি আর অপেক্ষা করতে চাই না।'

তবে আরও কিছু শব্দ বা বাক্যাংশ রয়েছে এই তালিকায়-- 'দ্যাট বিয়িং সেইড', 'আসকিং ফর আ ফ্রেন্ড', 'সার্কেল ব্যাক', 'ডিপ ডাইভ', 'ইউ আর অন মিউট', 'সাপ্লাই চেইন'। বছরভর এই সব শব্দ ব্যবহারকারীরা বলেছেন, গত বছরে এসব শব্দ ও বাক্যাংশ তাঁরা এত বেশি ব্যবহার করেছেন যে এখন আর একদম পছন্দ করছেন না। ২০২২ সালে তাঁরা এই সব শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকতে চান।

ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্র-সহ বিভিন্ন দেশের মানুষের কাছে অনলাইনে ইংরেজি ভাষার অপছন্দের শব্দ ও বাক্যাংশ জানতে চাওয়া হয়েছিল। এতে সাড়া দিয়ে নরওয়ে, ব্রিটেন, বেলজিয়াম, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা-সহ বিভিন্ন দেশ ১ হাজার ২৫০টির বেশি শব্দ ও বাক্যাংশ জমা দেয়। সেখান থেকে ১০টি শীর্ষবাছাই করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের তরফে বলা হয়, 'নিত্যদিনের কথোপকথনে আপনি যেটা বোঝাতে চান, সেই অনুযায়ীই শব্দ ও বাক্যাংশ বেছে নেন এবং সেটিই ব্যবহার করেন। এর সহজ কিংবা কঠিন কোনো বিকল্প নেই। তবে তার পরেও এমন কিছু শব্দ ও বাক্যাংশ থাকে, যেগুলির বারংবার ব্যবহারে বিরক্ত হন অনেকেই। বিরক্তির জেরে সেই সব শব্দ ও বাক্যাংশ থেকে মুখও ফিরিয়ে নেন তাঁরা।'

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Science: বিজ্ঞানে যুগান্তকারী কী দিয়ে গেল ২০২১ সাল?

.