দাদুকে `খুন` করেছে সুপ্রিম কোর্ট : বিলাওয়াল
তাঁর দাদুর ফাঁসির ঘটনায় এবার পাক সুপ্রিম কোর্টকে তীব্র আক্রমণ করলেন পাকিস্তান পিপলস্ পার্টি (পিপিপি)-র চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। প্রাক্তন পাক প্রেসিডেন্ট জুলফিকার আলি ভুট্টোকে সাজানো মামলায় দোষী সাব্যস্ত করে আইনি হত্যা করা হয়েছিল বলে পাক শীর্ষ আদালতের বিরুদ্ধে অভিযোগ করলেন জুলফিকার আলি ভুট্টোর নাতি বিলাওয়াল।
তাঁর দাদুর ফাঁসির ঘটনায় এবার পাক সুপ্রিম কোর্টকে তীব্র আক্রমণ করলেন পাকিস্তান পিপলস্ পার্টি (পিপিপি)-র চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। প্রাক্তন পাক প্রেসিডেন্ট জুলফিকার আলি ভুট্টোকে সাজানো মামলায় দোষী সাব্যস্ত করে আইনি হত্যা করা হয়েছিল বলে পাক শীর্ষ আদালতের বিরুদ্ধে অভিযোগ করলেন জুলফিকার আলি ভুট্টোর নাতি বিলাওয়াল।
পাকিস্তানের সিন্ধ প্রদেশে নাদেরোয় জুলফিকার আলি ভুট্টোর ৩৩তম মৃত্যুবার্ষিকীতে এক স্মরণ সভায় বিলাওয়াল বলেন, ``জুলফিকার আলি ভুট্টোকে আইনি হত্যা করা হয়েছে। এর জন্য সুপ্রিম কোর্টের ক্ষমা চাওয়া উচিত।`` শুধু তাই নয়, পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে আদালত অবমাননার মামলাতেও শীর্ষ আদালতের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ এনেছেন বিলাওয়াল। তিনি বলেন, ``আমি আশা করব পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের মামলায় দ্বিচারি ভূমিকা নেবে না সুপ্রিম কোর্ট।``
সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও পাক প্রেসিডেন্ট তথা তাঁর আসিফ আলি জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলাগুলি ফের চালু না করায় গিলানির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে সে দেশের শীর্ষ আদালত। এই মামলায় গিলানির পাশেই দাঁড়িয়েছেন পিপিপি চেয়ারম্যান। প্রসঙ্গত, পাক রাজনীতিবিদ আহমেদ রাজা কাসুরি হত্যায় জুলফিকার আলি ভুট্টোকে দোষী সাব্যস্ত করা হয়। ১৯৭৯ সালের ৪ এপ্রিল তাঁকে ফাঁসি দেওয়া হয়। অভিযোগ, জুলফিকার আলি ভুট্টোকে মিথ্যে মামলায় দোষী সাব্যস্ত করা হয়।