এই প্রথম মানুষের শরীরে হানা দিল Bird Flu ভাইরাস, সাতজন আইসোলেশনে

স্বাস্থ্য অধিকর্তারা WHO-কে এই ঘটনার কথা জানিয়েছেন। 

Updated By: Feb 21, 2021, 01:09 PM IST
এই প্রথম মানুষের শরীরে হানা দিল Bird Flu ভাইরাস, সাতজন আইসোলেশনে

নিজস্ব প্রতিবেদন- Coronavirus-এর পর কি তবে বার্ড ফ্লু আতঙ্ক ছড়াচ্ছে! এই প্রথম Bird Flu H5N8 ভাইরাস মানুষের শরীরে ছড়িয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। রাশিয়ার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মানুষের শরীরে বার্ড ফ্লু ভাইরাস ট্রান্সমিশন হয়েছে। একটি পোল্ট্রি ফার্মের সাতজন কর্মীর শরীরে H5N8 এবিয়ন ফ্লু ভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছে। ইতিমধ্যে রাশিয়ার স্বাস্থ্য অধিকর্তারা WHO-কে এই ঘটনার কথা জানিয়েছেন। 

Rospotrebnadzor নামের একটি সংস্থা ওই সাতজন আক্রান্তের স্বাস্থ্যের দিকে নজর রেখেছে। ওই সংস্থার প্রধান Anna Popova জানিয়েছেন, এবিয়ন ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট সাতজন। তাঁদের আপাতত আইসোলেশন-এ রাখা হয়েছে। ওই সাতজনের সংস্পর্শে আসা কয়েকজনের স্বাস্থ্য়ের দিকেও নজর রাখা হয়েছে। প্রয়োজনে তাঁদেরও আইসোলেশনে পাঠানো হবে বলে জানানো হয়েছে। 

আরও পড়ুন-  Video: দাউ দাউ করে জ্বলছে আগুন, মাঝ আকাশে ইঞ্জিন বিকল হয়ে ভেঙে পড়ল বিমানের অংশ

স্বাস্থ্য অধিকর্তারা জানিয়েছেন, সংক্রমিতরা স্থিতিশীল রয়েছেন। এখনও পর্যন্ত বার্ড ফ্লু ভাইরাস একজন মানুষের শরীর থেকে আরেকজনের দেহে ছড়ানোর কোনও উদাহরণ নেই। তবুও রাশিয়ার স্বাস্থ্য দফতর কোনও ঝুঁকি নিতে চাইছে না। ভারতেও বেশ কিছু রাজ্যে গত কয়েক মাসে বার্ড ফ্লু ভাইরাস ছড়ানোর খবর পাওয়া গিয়েছে। কেরল, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, রাজস্থানের মতো কিছু রাজ্যের পোলট্রি ফার্মে কয়েক হাজার মুরগী মেরে ফেলেছিলেন মালিকরা। ফলে পোলট্রি ব্যবসা ব্যাপক হারে ধাক্কা খেয়েছিল। WHO জানিয়েছে, A(H5) ভাইরাস এমনিতে এক জন থেকে আরেকজন মানুষের শরীরে ছড়ানোর সম্ভাবনা কম। তবে আক্রান্ত মুরগীর সংস্পর্শে এলে এই ভাইরাস ছড়াতে পারে। 

.