আচমকাই অন্ধকার করাচি; বালাকোট হানার আতঙ্ক ছড়াল সোশ্যাল মিডিয়ায়, আকাশ উড়ল পাক জেট

গতকালের ওই গুজব নিয়ে এখনও কোনও বিবৃতি দেয়নি পাক সেনা

Updated By: Jun 10, 2020, 04:13 PM IST
আচমকাই অন্ধকার করাচি; বালাকোট হানার আতঙ্ক ছড়াল সোশ্যাল মিডিয়ায়, আকাশ উড়ল পাক জেট

নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার রাতে আচমকাই অন্ধকার হয়ে গেলে পাকিস্তানের বন্দরশহর করাচি। আর তাতেই আতঙ্ক ছড়াল সোশ্যাল মিডিয়ায়। রটে যায় ফের বালাকোটের মধ্যে কোনও বিমান হানা চালিয়েছে ভারতীয় বায়ুসেনা। তাই ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় রটে যায় করাচির আকাশে চক্কর দিচ্ছে আইএএফ এর ফাইটার জেট।

আরও পড়ুন-ট্রেন নেই, অফিস যেতে ভরসা ভেসেল, শ্রীরামপুর ও চন্দননগর থেকে চালু হল ফেয়ারলির লঞ্চ

পাকিস্তানের হাম টিভির এক সাংবাদিক টুইটারে লেখেন ভারত-পাক সীমান্ত অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে। পাক সেনাকে অ্যালার্ট করা হয়েছে। কারচির আকাশে একাধিক ফাইটার জেট উড়ছে।

সোশ্যাল মিডিয়ার গুজবে অবশ্য ভিন্ন মতও ছিল। কেউ লেখেন, করাচির আকাশে ফাইটার জেটগুলো আসলে পাকিস্তনেরই। সীমান্তে রাজস্থান ঘেঁসা এলাকায়, ভারতীয় জেট দেখা গিয়েছে। তাই এত তত্পরতা।

এক জন একটি ভিডিয়ো শেয়ারও করেছেন। লিখেছেন পাক বায়ুসেনার JF17 Thunder,  Mirage  করাচির আকাশে উড়ছে। সিন্ধ সীমান্তে ভারতীয় বায়ুসেনার বিমান দেখা গিয়েছে।

আরও পড়ুন-"কোভিড সে আজ পুরা দেশ লড় রহা হে..." ফোনে কে বলেন জানেন?

এদিকে, গতকালের ওই গুজব নিয়ে এখনও কোনও বিবৃতি দেয়নি পাক সেনা। এটাও অস্বীকার করা হয়নি যে পাকিস্তানিরা পাক ফাইটার জেটকেই ভারতীয় বায়ুসেনার বিমান বলে ভুল করেছে।

.