শিয়া পরবে জোড়া নাশকতা আফগানিস্তানে
আফগানিস্তানে শিয়া সম্প্রদায়ের জমায়েতে দুটি জায়গায় পরপর দুটি বিষ্ফোরণে অন্তত ৫৮ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রায় ৫০ জনকে।
আফগানিস্তানে শিয়া সম্প্রদায়ের জমায়েতে দুটি জায়গায় পরপর দুটি বিষ্ফোরণে অন্তত ৫৮ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে
ভর্তি করা হয়েছে প্রায় ৫০ জনকে। শিয়া ধর্মাবলম্বীদের বার্ষিক আশুরা বা মহরম পালনের সময় এই বিষ্ফোরণ দুটি ঘটে।
মঙ্গলবার সকালে কাবুলের একটি দরগায় আত্মঘাতী বিষ্ফোরণে প্রায় ৫১ জন প্রাণ হারান।
মাজার-ই-শরিফ এ অপর একটি বিষ্ফোরণে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এই বিষ্ফোরণে একজন পুলিস কর্মী নিহত হন বলে জানা গেছে। সাইকেল বাহিত এই বিষ্ফোরণটি ঘটে একটি মসজিদের বাইরে।
আশুরা বা মহরম মাসের দশম দিবস শিয়া সমাজের ধর্মীয় শোকের দিন। আফগানিস্তানে এদিন জাতীয় ছুটি পালিত হয়। যদিও তালিবান জমানায় এই দিন উদযাপনের ওপর নিষেধাজ্ঞা জারি ছিল।
অন্যান্য বছরগুলির তুলনায় এই বছর আফগানিস্তানে সংখ্যায় অনেক বেশি আশুরা পালন করা হয়েছে। বিষ্ফোরণকে কেন্দ্র করে ধর্মীয় দাঙ্গা লাগতে পারে বলে মনে করেছিলেন বিশেষজ্ঞ মহল। যদিও এখন পর্যন্ত পাওয়া খবরে কোনও উত্তেজনার খবর পাওয়া যায়নি।