ফের বাংলাদেশে ব্লগার খুন

ফের কট্টরপন্থীদের অসহিষ্ণুতার বলি হলেন এক বাংলাদেশি তরুণ। সোশ্যাল মিডিয়ায় মৌলবাদীদের বিরুদ্ধে মুখ খোলায় ঢাকায় খুন হলেন এক ছাত্র। গতকাল রাতে ঢাকার রাস্তায় কুপিয়ে, গুলি করে খুন করা হয় নাজিমুদ্দিন সামাদকে।

Updated By: Apr 7, 2016, 06:52 PM IST
ফের বাংলাদেশে ব্লগার খুন

ওয়েব ডেস্ক: ফের কট্টরপন্থীদের অসহিষ্ণুতার বলি হলেন এক বাংলাদেশি তরুণ। সোশ্যাল মিডিয়ায় মৌলবাদীদের বিরুদ্ধে মুখ খোলায় ঢাকায় খুন হলেন এক ছাত্র। গতকাল রাতে ঢাকার রাস্তায় কুপিয়ে, গুলি করে খুন করা হয় নাজিমুদ্দিন সামাদকে।

অভিজিত্‍ রায়, ওয়াসিকুর রহমান, অনন্তবিজয় দাস, নিলয় চক্রবর্তী, ফয়জল আরফিন দীপনের পর এবার-নাজিমুদ্দিন সামাদ।

ফের মৌলবাদীদের কোপে এক বাংলাদেশি তরুণ। নাজিমুদ্দিন সামাদ ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র। বহুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় কট্টরপন্থীদের বিরুদ্ধে সরব ছিলেন। সওয়াল করতেন ধর্মনিরপেক্ষতার পক্ষে। আর তাতেই কট্টরপন্থীদের চক্ষুশূল হন সামাদ। বুধবার সামাদ বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফিরছিলেন।  ওঁত পেতেছিল ঘাতকরা। ঢাকার সুত্রাপুরে কুপিয়ে, গুলি করে খুন করা হয় সামাদকে। মৃত্যুর আগের দিনও বাংলাদেশের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ফেসবুকে। সামাদের খুনের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন তাঁর সহপাঠীরা।

.