দেহব্যবসায়ীদের খুন করে স্যুটকেসে লুকিয়ে রেখে গ্রেফতার কেমব্রিজের প্রাক্তন ছাত্র
ওয়েব ডেস্ক: হংকংয়ে দুই দেহ ব্যবসায়ীকে খুনের দায়ে গ্রেফতার করা হল এক ব্রিটিশ ব্যাঙ্ক কর্মীকে। ২৯ বছরের রুরি জুটিং নামের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রের স্যুটকেস থেকে উদ্ধার হয় ওই দুই দেহ ব্যবসায়ীর মৃতদেহ।
রুরি পুলিসের জেরায় স্বীকার করে নেয় ওই দুই দেহ ব্যবসায়ীকে খুন করার পর দেহ খণ্ডবিখণ্ড করে সে তার ব্যাগে লুকিয়ে রাখে। এর আগেও এই ব্রিটিশ ব্যাঙ্ক মালিক বহু মহিলাকে পাশবিকভাবে খুন করে বলে হংকং পুলিস মনে করছে। কারণ তার ফোন থেকে ২ হাজারেরও বেশি মৃত অবস্থায় মহিলাদের ছবি পাওয়া গিয়েছে।
পুলিস জানায় রুরি যে হোটেলে উঠেছিল তার ৩১ তলা থেকে ওই দুই দেহ ব্যবসায়ীর মৃতদেহ রুরির স্যুটকেসের মধ্যে পাওয়া যায়। ওই দুই মহিলার নাম জেসি ও অ্যালিস, দু'জনেই একটা বারে কাজ করতেন। যে ছুরি দিয়ে খুন করেন রুরি সেটাও উদ্ধার করেছে পুলিস। ব্যাঙ্ক অফ আমেরিকার কর্মী হিসাবে হংকংয়ে এসেছিলেন রুরি। মোটা মাইনের রুরিকে এখন বাকি জীবনটা হয়তো জেলের মধ্যেই কাটাতে হবে।