তিন দশকে ইউরোপে পাখি কমেছে প্রায় ৪২ কোটি
ইউরোপে মানব সভ্যতার উন্নয়নের ডাকে হারিয়ে যেতে বসেছে পাখির ডাক। এক নামকরা জার্নালের গবেষণা অনুযায়ী গত তিন দশকে ইউরোপে প্রায় ৪২ কোটি ১০ লক্ষের মত পাখি কমে গিয়েছে। এভাবে চলতে থাকলে পাখি হাতি গোনা সংখ্যায় এসে পৌঁছাবে বলেও এই গবেষণায় আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
ওয়েব ডেস্ক: ইউরোপে মানব সভ্যতার উন্নয়নের ডাকে হারিয়ে যেতে বসেছে পাখির ডাক। এক নামকরা জার্নালের গবেষণা অনুযায়ী গত তিন দশকে ইউরোপে প্রায় ৪২ কোটি ১০ লক্ষের মত পাখি কমে গিয়েছে। এভাবে চলতে থাকলে পাখি হাতি গোনা সংখ্যায় এসে পৌঁছাবে বলেও এই গবেষণায় আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
আধুনিক কৃষি পদ্ধতি ও থাকার জায়গায় টান পড়ায় ইউরোপে পাখির সংখ্যা এভাবে দ্রুত কমে আসছে বলে গবেষকরা জানিয়েছেন।
তিতির, ভরত পাখি,চড়ুই, স্টার্লিং জাতীয় পাখি কার্যত বিরল জাতিতে পরিণত হয়েছে বলে এই গবেষণা রিপোর্ট থেকে জানা গিয়েছে। পরিবেশ রক্ষায় দ্রুত ব্যবস্থা না নিলে এসব পাখিদের শুধু পুরনো ছবিতেই দেখা যাবে বলেও রিপোর্টে আশঙ্কা করা হয়েছে।