'সঞ্জীবনী' পেয়ে মোদীকে ধন্যবাদ বোলসোনারোর

ব্রাজিলে পৌঁছল ভারতের করোনা ভাইরাসের টিকা।

Updated By: Jan 23, 2021, 12:19 PM IST
'সঞ্জীবনী' পেয়ে মোদীকে ধন্যবাদ বোলসোনারোর

নিজস্ব প্রতিবেদন: ব্রাজিলের প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় গন্ধমাদন পর্বতের ছবি পোস্ট করলেন। হঠাৎ কেন রামায়ণ-চর্চায় পেলের দেশের প্রেসিডেন্ট? 

আসলে শনিবার সকালে ভারত থেকে ব্রাজিলে পৌঁছেছে করোনা টিকা। তাই আবেগাপ্লুত প্রেসিডেন্ট হনুমানের বিশল্যকরণী সঞ্জীবনী-সহ গন্ধমাদন পর্বত তুলে আনারা ঘটনা স্মরণ করেছেন। ভারতের পাঠানো ভ্যাকসিনকে তিনি মৃতসঞ্জীবনীর সঙ্গে তুলনা করেছেন (the Covid-19 vaccine from India as ‘sanjeevni booti’)। শুধু তাই নয়, ভারতে তৈরি করোনা টিকা সরবরাহের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) ধন্যবাদও জানান ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো (President Jair Bolsonaro)।

মোদীকে ধন্যবাদ জানিয়ে ব্রাজিলের জাতীয় ভাষা পর্তুগিজে বোলসোনারো লেখেন-- নমস্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা বিশ্বে ছড়িয়ে পড়া প্রতিকূলতার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের মতো বন্ধুকে পাশে পেয়ে ব্রাজিল গর্বিত। বিষয়টি নিয়ে ব্রাজিলে ভারতের রাষ্ট্রদূত জানান, এটি ভারত-ব্রাজিল সম্পর্কের ক্ষেত্রে এক ঐতিহাসিক দিন (a historic day in India-Brazil relations)। 

প্রসঙ্গত, ৯ জানুয়ারি পুণের 'সেরাম ইনস্টিটিইউট অফ ইন্ডিয়া'র ল্যাবে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা 'কোভিশিল্ড' ব্রাজিলে পাঠানোর জন্য মোদীকে চিঠি লিখেছিলেন বোলসোনারো। এরই জেরে সেরামের তৈরি টিকার ২০ লক্ষ ডোজ পাঠানো হল ব্রাজিলে।

Also Read: ভারতের Covid Vaccine পেয়ে মোদীকে ধন্যবাদ হাসিনার, ৮ ফেব্রুয়ারি থেকে শুরু টিকাকরণ

.