ক্ষুধার্ত বানরদের পিয়ানো শোনালেন পিয়ানিস্ট পল
এর আগে তিনি হাতিদেরও বাখ বাজিয়ে শুনিয়েছেন!
নিজস্ব প্রতিবেদন: করোনার জন্য এক ধাক্কায় পর্যটক-সংখ্যা অনেক কমে গিয়েছে। ফলে দীর্ঘদিন ধরে থাইল্যান্ডের বানরেরা আগের মতো খাবার পাচ্ছে না। এই ক্ষুধার্ত বানরদের শান্ত রাখতেই সম্প্রতি তাদের পিয়ানো বাজিয়ে শোনালেন ব্রিটিশ মিউজিশিয়ান পল বার্টন।
ঘটনাটি থাইল্যান্ডের লপবিউরির। এই অঞ্চলে একটি মন্দির আছে। পর্যটকেরা সেখানে ঘুরতে এসে স্থানীয় বানরদেরও কিছু খাবার দেন। কিন্তু দিনে দিনে এখানে পরিস্থিতি এমন হয়েছে যে, পর্যটকদের দেওয়া খাবারই বানরদের একমাত্র অবলম্বন হয়ে দাঁড়ায়। ফলে এই করোনা আবহে পর্যটকেরা প্রায় না আসায় বানরেরা ভাল করে খেতেও পাচ্ছে না দীর্ঘদিন ধরে।
নর্দার্ন ইংল্যান্ডের ইয়র্কশায়ারের উনষাট বছরের পিয়ানিস্ট পল বার্টন সেই ক্ষুধার্ত বানরদের জন্য পিয়ানো বাজাবার সিদ্ধান্ত নিলেন। তিনি চাইলেন অন্তত সঙ্গীতের মধুর সুরে যদি ক্ষুধার্ত বিরক্ত বানরগুলিকে একটু খুশি করা যায়। সেই মতো কাজও করলেন তিনি। সেখানে গেলেন এবং বানরদের মধ্যে বসে পিয়ানো বাজালেন। বিস্মিত পল বার্টন জানিয়েছেন, সেখানকার বানরদের দেখে তিনি মুগ্ধ হয়ে গিয়েছেন। বানরগুলি তাঁকে ঘিরে ধরে মন দিয়ে তাঁর বাজনা শুনেছে।
পল অবশ্য এই প্রথম মনুষ্যেতর কোনও প্রাণীর জন্য বাজনা বাজালেন তা নয়। প্রায় এক দশক ধরে তিনি হাতিদেরও বাখ, শুবার্ট, বিঠোফেন থেকে ছোট ছোট পিস বাজিয়ে শুনিয়ে আসছেন।
আরও পড়ুন: করোনার সঙ্গেই বিশ্বে চলছে নতুন একটি অতিমারী!