করোনা আক্রান্ত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী, ঘরবন্দি রেখেছেন নিজেদের

গত বুধবার লন্ডনে এক অনুষ্ঠানে যোগ দিতে যান জাস্টিনের স্ত্রী। দেশে ফেরার পরেই ফ্লুতে আক্রান্ত হন তিনি। তবে ট্রুডোর শরীরে এখনও পর্যন্ত করোনার কোনও লক্ষণ দেখা যায়নি

Updated By: Mar 13, 2020, 11:10 AM IST
করোনা আক্রান্ত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী, ঘরবন্দি রেখেছেন নিজেদের
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: আশঙ্কাই সত্যি হল। নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী। সোফি গ্রেগরি-ট্রুডোর শরীরে করোনা সংক্রমণের লক্ষণ দেখা দিতেই নিজেদের ঘরবন্দি করে রাখার সিদ্ধান্ত নেন ট্রুডো। দুজনেই স্বেচ্ছা আইসোলেশনে রয়েছেন। জানায় কানাডার প্রধানমন্ত্রীর দফতর।

গত বুধবার লন্ডনে এক অনুষ্ঠানে যোগ দিতে যান জাস্টিনের স্ত্রী। দেশে ফেরার পরেই ফ্লুতে আক্রান্ত হন তিনি। তবে ট্রুডোর শরীরে এখনও পর্যন্ত করোনার কোনও লক্ষণ দেখা যায়নি। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারেও সরাসরি করোনার প্রভাব। আগামী এক সপ্তাহের জন্য স্থগিত ট্রাম্পের সব জনসভা, অনুষ্ঠান। করোনা আতঙ্কে মার্চের শেষ পর্যন্ত বন্ধ থাকছে ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ডের দরজাও। গোটা মার্কিন মুলুকেই কনসার্ট, ফেস্টিভ্যাল সহ যেকোনও ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- করোনার কামড়ে প্রথম মৃত্যু কর্নাটকে, গ্রাসে কেন্দ্রশাসিত-সহ ১২ রাজ্য

আগামী সপ্তাহে লন্ডনে ব্রেক্সিট-বাণিজ্য নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। করোনা আতঙ্কে তাও বাতিল করা হয়েছে। আগামী তেসরা এপ্রিল পর্যন্ত রোমের সব ক্যাথলিক চার্চ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভাটিকান। সেনেগালে নতুন করে পাঁচজনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। সংক্রমণ ঠেকাতে একের পর এক দেশ বাইরের দুনিয়ার জন্য নিজেদের দরজা বন্ধ করে দিতেই বিশ্বজোড়া আর্থিক মন্দার আশঙ্কা দেখা দিয়েছে। যার জেরে বৃহস্পতিবার নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটেও কাঁপুনি ধরে যায়। শেয়ার সূচক নামে ১৮০০ পয়েন্টেরও বেশি। আজ সকালে জাপানের স্টক মার্কেট খুলতেই বড়সড় ধস নামে।

.