Two Big Asteroids: ২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে বিশাল দুই গ্রহাণু, পৃথিবীর সঙ্গে ধাক্কা...

পৃথিবীর দিকে গ্রহাণু ধেয়ে আসার ঘটনা মাঝে-মধ্যেই ঘটে থাকে। কিন্তু একই সময়ে একই সঙ্গে দুটি গ্রহাণুর পৃথিবীর দিকে ধেয়ে আসার ঘটনা খুবই বিরল। সেই বিরলতম ঘটনাই ঘটতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে।

Updated By: Jul 28, 2022, 07:46 PM IST
Two Big Asteroids: ২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে বিশাল দুই গ্রহাণু, পৃথিবীর সঙ্গে ধাক্কা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পৃথিবীর দিকে গ্রহাণু ধেয়ে আসার ঘটনা মাঝে-মধ্যেই ঘটে থাকে। কিন্তু একই সময়ে একই সঙ্গে দুটি গ্রহাণুর পৃথিবীর দিকে ধেয়ে আসার ঘটনা খুবই বিরল। সেই বিরলতম ঘটনাই ঘটতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে। ২৯ জুলাই অন্তত ৪০০ ফুট চওড়া একটি গ্রহাণু ধেয়ে আসতে চলেছে পৃথিবীর দিকে, এটি এই গ্রহের খুব কাছ দিয়েই যাবে। বলা হচ্ছে, সাম্প্রতিক সময়ে এরকম বড় আকারের কোনও গ্রহাণু পৃথিবীর দিকে এভাবে ধেয়ে আসেনি বলেই বলা হচ্ছে। এবং প্রায় একই সময়ে পৃথিবীর কাছাকাছি আসতে চলেছে আর একটি গ্রহাণুও। এটিও ভীতি-জাগানো আকারসম্পন্ন-- প্রায় ৬০০ ফুট চওড়া।

গ্রহাণু ধেয়ে এলে, যেটা সবচেয়ে আগে ঘটে, তা হল একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে ওঠা। সকলেই ভাবেন, এই গ্রহাণুগুলির সঙ্গে কি শেষ পর্যন্ত ধাক্কা লাগবে পৃথিবীর? কেমন হবে সেই সংঘর্ষ? কতটা বিভীষিকা তৈরি হবে? 

গ্রহাণু দুটির নাম-- ২০১৬সিজেড৩১ এবং ২০১৩সিইউ৮৩। এদের মধ্যে ২০১৬সিজেড৩১ ২৯ জুলাই পৃথিবীর কাছ দিয়ে যাবে। কিন্তু পৃথিবীর সঙ্গে এর দূরত্ব থাকবে ২.৮ মিলিয়ন কিলোমিটার। পরদিন ৩০ জুলাই পৃথিবীর দিকে আসছে ২০১৩সিইউ৮৩। এটি অন্য গ্রহাণুটির চেয়ে পৃথিবীর অনেক কাছে আসছে। কিন্তু তা সত্ত্বেও এই গ্রহাণু ও পৃথিবীর মধ্যে অন্তত ৬৯ লক্ষ কিটোমিটার দূরত্ব বজায় থাকছে!

মহাকাশবিজ্ঞানীরা বলছেন, এই দুটি গ্রহাণুর কোনওটিরই পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগার কোনও আশঙ্কা নেই! যদিও তাঁরা ব্যাখ্যা করছেন, গ্রহাণুর পারিপার্শ্বিক যে কোনও সময়ে বদলে যেতে পারে। বেড়ে যেতে পারে এদের গতি। বদলে যেতে পারে এদের অভিমুখও। ফলে টানা পর্যবেক্ষণে না রাখলে এদের সম্বন্ধে আগাম সমস্ত জানা সম্ভবপর হবে না। নাসা এই দুটি গ্রহাণুকে 'পোটেনশিয়ালি ডেনঞ্জারাস' ক্যাটেগরিভুক্ত করেছে। এর অর্থ, এগুলি যে কোনও মুহূর্তে ভয়ংকর হয়ে উঠতে পারে, এবং ধাক্কাও লাগতে পারে পৃথিবীর সঙ্গে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

আরও পড়ুন: Debris from China Space: চিনা রকেটের ধ্বংসাবশেষ ধেয়ে আসছে পৃথিবীতে, আছড়ে পড়বে ভারতেও!

.