ব্যাঙ্কক বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ

বড়সড় বিস্ফোরণে কেঁপে উঠল ব্যাঙ্কক।  ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। জখম কুড়ি। বিস্ফোরণ কীভাবে ঘটল?দেখুন সিসিটিভি ফুটেজে--

Updated By: Aug 17, 2015, 08:28 PM IST
ব্যাঙ্কক বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ

ওয়েব ডেস্ক: বড়সড় বিস্ফোরণে কেঁপে উঠল ব্যাঙ্কক।  ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। জখম কুড়ি। বিস্ফোরণ কীভাবে ঘটল?দেখুন সিসিটিভি ফুটেজে--

ব্যাঙ্কক শহরে এরওয়ান মন্দিরের কাছে শপিং মলে ঘেরা বাণিজ্যকেন্দ্রে ভরসন্ধ্যায় অঘটন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। জনবহুল এলাকায় বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ক্ষতবিক্ষত একাধিক দেহ আশপাশে ছিটকে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মৃতদের মধ্যে তিনজন পর্যটক রয়েছেন বলে জানা গেছে।

পর্যটকদের অন্যতম আকর্ষণ শহরের  ব্যস্ততম  অঞ্চলে মোটরসাইকেল বোমা বিস্ফোরণেই এই অঘটন বলে ব্যাঙ্কক পুলিস সূত্রে জানানো হয়েছে। এলাকা ঘিরে রেখে  দীর্ঘক্ষণ চিরুনি তল্লাসি চালায় পুলিস। আর কোনও বোমা উদ্ধারের খবর মেলেনি। শহরজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।  কোনও গোষ্ঠী এখনও বিস্ফোরণের দায় স্বীকার করেনি। ব্যাঙ্ককে সাম্প্রতিক অতীতে তেমন কোনও বিস্ফোরণের ঘটনা ঘটেনি। মৌলবাদীদের ছোটখাট গোষ্ঠী সক্রিয় থাকলেও এতদিন তাদের তেমন তত্‍পরতা চোখে পড়েনি। কাজেই কারা এই বিস্ফোরণের নেপথ্যে , তা নিয়ে জল্পনা চরমে। দেশের  আর্থিক স্থিতি নষ্ট করতেই এই চক্রান্ত বলে সরকারি সূত্রে অভিযোগ করা হয়েছে।

ব্যাঙ্ককের বাণিজ্যকেন্দ্র বলে পরিচিত ওই এলাকায় বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তায় ছিন্নভিন্ন মরদেহ মিলেছে বলে সংবাদসংস্থার খবর ।

.