উত্তাল বাংলাদেশ, এখনও অব্যাহত গণ অবস্থান

জামাত নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে ঢাকায় এখনও চলছে গণ-অবস্থান। কাদের মোল্লা সহ সব যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বাংলাদেশের অন্যান্য জায়গাতেও। দাবি আদায়ে শুক্রবার মহাসমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, ধর্ষণ সহ বিভিন্ন অপরাধের ঘটনায় মঙ্গলবার জামাত-এ-ইসলামির সহ-সচিব কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক আদালত। যাবজ্জীবন কারাদণ্ড কাদের মোল্লার অপরাধের উপযুক্ত শাস্তি নয়, তাঁকে ফাঁসি দিতে হবে - এই দাবিতে মঙ্গলবার রাত থেকেই ঢাকার শাহবাগ মোড়ে সাধারণ মানুষের বিক্ষোভ শুরু হয়। বৃহস্পতিবার তৃতীয় দিনেও অব্যাহত গণ-অবস্থান। কাদের মোল্লার ফাঁসির আদেশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।

Updated By: Feb 7, 2013, 11:00 PM IST

জামাত নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে ঢাকায় এখনও চলছে গণ-অবস্থান। কাদের মোল্লা সহ সব যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বাংলাদেশের অন্যান্য জায়গাতেও। দাবি আদায়ে শুক্রবার মহাসমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, ধর্ষণ সহ বিভিন্ন অপরাধের ঘটনায় মঙ্গলবার জামাত-এ-ইসলামির সহ-সচিব কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক আদালত। যাবজ্জীবন কারাদণ্ড কাদের মোল্লার অপরাধের উপযুক্ত শাস্তি নয়, তাঁকে ফাঁসি দিতে হবে - এই দাবিতে মঙ্গলবার রাত থেকেই ঢাকার শাহবাগ মোড়ে সাধারণ মানুষের বিক্ষোভ শুরু হয়। বৃহস্পতিবার তৃতীয় দিনেও অব্যাহত গণ-অবস্থান। কাদের মোল্লার ফাঁসির আদেশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।
লেখক, শিল্পী, বুদ্ধিজীবী, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে অবস্থানে যোগ দিয়েছেন অসংখ্য সাধারণ মানুষ। অংশ নিয়েছেন মুক্তিযোদ্ধারাও। যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ডের দাবিতে
শুক্রবারের মহাসমাবেশে সকলকে যোগ দেওয়ার আবেদন জানিয়েছে সমাবেশের অন্যতম উদ্যোক্তা
ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম।
শাহবাগ মোড় প্রতিবাদীদের দখলে চলে যাওয়ায় ঢাকার বিভিন্ন রাস্তায় ব্যারিকেড বসিয়েছে পুলিস। শাহবাগের আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশের অন্যত্রও। চট্টগ্রাম, শিলেট, রাজশাহী, খুলনা, রংপুরের মতো বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ-সমাবেশ।

.